আর মাত্র চারদিন পর শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে পাকিস্তানের তিন ভেন্যু ও দুবাইতে খেলা হবে ৯ মার্চ পর্যন্ত। বাংলাদেশসহ আট দলের অংশগ্রহণে ওয়ানডে ফরম্যাটের এই আসরে মোট ম্যাচ হবে ১৫টি। ম্যাচগুলো দেখা যাবে টিভি এবং ডিজিটাল প্লাটফর্মে।
আইসিসির ঘোষণা অনুযায়ী, বিশ্বের সব প্রান্ত থেকেই চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ দেখা যাবে। বাংলাদেশে ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি ও টি-স্পোর্টস। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম টফি অ্যাপে দেখা যাবে খেলা। ধারাভাষ্য শোনা যাবে রেডিও স্বাধীন ৯৪.৪ ও রেডিও ভূমি ৯২.৮ এফএমে। ভারতে স্টার নেটওয়ার্কের ১৮টি চ্যানেলে খেলা সম্প্রচার করা হবে। পাকিস্তানে পিটিভি, টেন স্পোর্টস, মাইকো এবং তামাশা অ্যাপে দেখা যাবে খেলা।
এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় চ্যাম্পিয়নস ট্রফি সম্প্রচার করবে মহারাজা টিভি এবং সিরাসা অ্যাপ। আফগানিস্তানে দেখাবে এটিএন। ক্রিকলাইফ ম্যাক্স ও ক্রিকলাইফ ম্যাক্স ২, ওটিটি- স্টার্যপ্লে খেলা সম্প্রচার করবে সংযুক্ত আরব আমিরাতে। পুরো যুক্তরাজ্যে চ্যাম্পিয়নস ট্রফি দেখাবে স্কাই স্পোর্টস, স্কাই স্পোর্টস মেইন ইভেন্ট, স্কাই স্পোর্টস একশন। ওটিটি- স্কাই গো, নাও, স্কাই স্পোর্টস অ্যাপ।
যুক্তরাষ্ট্র এবং কানাডায় উইলো টিভি। ওটিটি: ক্রিকবাজ অ্যাপে দেখা যাবে খেলা। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে খেলা দেখাবে ইএসপিএন ক্যারিবিয়ান অন টিভি ও ইএসপিএন প্লে ক্যারিবিয়ান অ্যাপ। প্রাইম ভিডিওতে খেলা দেখা যাবে অস্ট্রেলিয়ায়। তাদের প্রতিবেশী নিউজিল্যান্ডে খেলা দেখাবে স্কাই স্পোর্টস নিউজিল্যান্ড, ওটিটি: স্কাই গো, নাও-তে। দক্ষিণ আফ্রিকা ও শাহারান অঞ্চলে সুপারস্পোর্ট ও সুপারস্পোর্ট অ্যাপ চ্যাম্পিয়নস ট্রফির খেলা দেখাবে।