আর্থিক দিক বিবেচনায় বেশ শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি দুই বোর্ড সভায় ২০২৩-২৪ অর্থ বছরে প্রায় ৩৫৬ কোটি টাকার বাজেট অনুমোদন বিসিবি। তাই বাজেট বিবেচনায় বেশ ভালো আয়েরও সম্ভাবনা আছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থার।
দেশের একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা থেকে চলতি বছরে লভ্যাংশ বাবদ প্রায় ৭২ কোটি টাকা পাবে বিসিবি। এদিকে গত বছরের নভেম্বরে টি-স্পোর্টস অ্যান্ড কনসোর্টিয়ামের কাছে ২ বছরের জন্য টিভি স্বত্ব বিক্রি করেছে বিসিবি। চলতি বছরে সেখান থেকে ১১ কোটি টাকা পাবে পাপনের বোর্ড।
অন্যদিকে ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়ামের কাছে সাড়ে তিন বছরের জন্য মাঠের বিজ্ঞাপন স্বত্ব বিক্রি করেছে বিসিবি। চলতি বছরে এই খাত থেকে প্রায় ১৩ কোটি টাকা পাবে বিসিবি।
বর্তমান ড্রিংকিং পার্টনার টি কে গ্রুপ থেকে প্রায় ৬৫ লাখ পেতে পারে বিসিবি। অন্যদিকে রবি অজিয়াটা লিমিটেড থেকে চলতি বছরে প্রায় সাড়ে ১৪ কোটি টাকা পাচ্ছে বিসিবি।
শুধু জাতীয় পুরুষ দলের জন্য এই টিভি স্বত্ব পাচ্ছে বিসিবি। নারী দল ও বিপিএলের হিসেবে এখনও বাকিই থাকছে।