পারফরম্যান্স খরার পাশাপাশি অল্প বয়সেই বিয়ে করা নিয়ে সমালোচিত চলছে এন্দ্রিককে নিয়ে। সেই সমালোচনার জবাব মাঠেই দিলেন এই ব্রাজিলিয়ান।
চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকেই করলেন গোল। সঙ্গে কিলিয়ান এমবাপ্পে ও আন্টনিও রুডিগারের গোলে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করে রিয়াল মাদ্রিদ।
চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দিনে সান্তিয়াগো বার্নাব্যুতে জার্মান ক্লাব ভিএফবি স্টুটগার্টকে ৩-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ হারানোর পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। কিছুক্ষণ পর ডেনিস উনদাবের গোলে স্টুটগার্ট সমতায় ফিরলেও শেষদিকে রুডিগার ও এন্দ্রিকের গোলে জয় নিয়ে ফেরে লস ব্লাঙ্কোসরা।
ঘরের মাঠে শুরুটা দারুণ করে রিয়াল। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারছিল না তারা। অপরদিকে স্টুটগার্টও কোনোদিক থেকে কম যায়নি। সুযোগ পেয়েই আক্রমণ চালাতে থাকে তারা। অষ্টম মিনিটেই এগিয়ে যেতে পারত তারা। লুকাস ভাসকেসের ভুলে বল পেয়ে এগিয়ে গিয়ে মিলটকে খুঁজে নেন উনদাব। কিন্তু এই ফরোয়ার্ডের শট পোষ্ট ঘেঁষে বেরিয়ে যায়।
ত্রয়োদশ মিনিটে প্রথম সুযোগ পায় এমবাপ্পে। কিন্তু তার নেওয়া শট সহজেই ঠেকিয়ে দেন স্টুটগার্ট গোলরক্ষক। ২৬তম মিনিটে তার আরও একটি শট ঠেকান নুবেল। ৩৩তম মিনিটে বক্সে রুডিগার ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। যদিও পরে ভিএআর দেখে সেটি বাতিল করা হয়।
বিরতির পর নিজেদের মেলে ধরে রিয়াল। যার প্রতিফলন ঘটে প্রথম মিনিটেই। বেশ কয়েকজনকে কাটিয়ে বল নিয়ে এগিয়ে এমবাপ্পেকে খুঁজে নেন রদ্রিগো। ফাঁকা জালে সহজেই বল পাঠিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড। আর রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকেই গোল পেয়ে যান তিনি। এগিয়ে নেন দলকে।
৬৭তম মিনিটে সমতায় ফেরে স্টুটগার্ট। লেওয়েলিংয়ের করা কর্নার থেকে উড়ে আসা বল হেডে জালে পাঠান উনদাব। তবে এই সমতায় বেশিক্ষণ থাকেনি। ৮৩তম মিনিটে রিয়ালকে এগিয়ে নেন রুডিগার। লুকা মদ্রিচের কর্নার থেডে হেডে লক্ষ্যভেদ করেন জার্মান এই তারকা। সঙ্গে ৩৯ বছর ৮ দিন বয়সে অ্যাসিস্ট করে রেকর্ড গড়েন মদ্রিচ। রায়ান গিগস ও আমেদো কারবোনির পর তৃতীয় বয়োজ্যেষ্ঠ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাসিস্টের রেকর্ড এখন তার।
যোগ করা সময়ে গোল করে রেকর্ড গড়েন এন্দ্রিকও। প্রতি-আক্রমণ থেকে আসা বল টেনে নিয়ে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান এই তরুণ। রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে সর্বকনিষ্ঠ ফুটবলার (১৮ বছর ৫৮ দিন) হিসেবে গোল করার রেকর্ড এখন তারই। আগের রেকর্ডটি করেন রাউল গনসালেস (১৮ বছর ১১৩ দিন)।