সবাই একটি বড় বাড়ির স্বপ্ন দেখে। কিন্তু সবসময় তা সম্ভব হয়ে ওঠে না। তার মানে এই না যে আপনার এই স্বপ্ন অসম্পূর্ণ থাকবে। একটি বড় ঘর সুন্দর করে সাজাতে বেশি আসবাবপত্র লাগে। এটি একটু ঝামেলার হয়ে থাকে। অন্যদিকে, ছোট ঘর সাজানো সহজ। কারণ কম সরঞ্জাম প্রয়োজন হয়। তবে এমন কিছু টিপস রয়েছে যা আপনার ছোট ঘরকে বড় দেখাবে।
রঙের সঠিক ব্যবহার
ঘরে গভীরতা তৈরি করতে সঠিক রঙ বাছাই করতে হবে। ঘর বড় দেখাতে রঙ নির্বাচন গুরুত্বপূর্ণ। বিপরীত রঙ ব্যবহার করুন। এতে ঘরের গভীরতা বাড়াবে। মাঝারি-টোনড রঙগুলো ব্যবহার করা থেকে এড়িয়ে চলুন। এতে ঘর ছোট দেখাবে। গাঢ় টোন বা উজ্জ্বল রঙ ব্যবহার করার চেষ্টা করুন। যা একটি বড় ঘরের আকারকে বড় করে তুলবে।
খাড়া আসবাবপত্রের ওপর জোর দিন
সমতল বা অনুভূমিক আসবাবপত্রের ব্যবহার এড়িয়ে চলুন। এর পরিবর্তে, লম্বা বা খাড়া ভাবে থাকা আসবাবপত্রের দিকে মনোনিবেশ করুন। যেমন- খাড়া বইয়ের শেল্ফ বা ওয়ারড্রোব রুমে রাখুন। এতে ঘরে আলোর চলাচল ভাল হবে। আলোর প্রবাহকে বাড়িয়ে তুলবে।
আয়নার ব্যবহার
আপনার ঘরগুলো বড় দেখানোর দুর্দান্ত উপায়গুলোর মধ্যে একটি হল আয়না যুক্ত করা। এটি আলোকে প্রতিফলিত করে। ডাইনিং এরিয়াতে একটি আয়না যোগ করুন। আপনার রুম দেখাবে আলোকিত ও বড়।
আলোকসজ্জার দিকে মনোনিবেশ করুন
ঘর বড় এবং বাতাসে ভরপুর রাখার জন্য আলোর দিকে মনযোগ দিন। প্রাকৃতিক আলো আসার ব্যবস্থা করুন। এতে ঘরটি বড় দেখাতে পারে। কৃত্রিম আলোর ক্ষেত্রে, একটি লাইট ব্যবহার না করে একাধিক আলোকসজ্জার ব্যবস্থা করুন।
আসবাবপত্রের স্থান নির্বাচন
আসবাবপত্রগুলো সঠিক জায়গায় রাখুন। দুইটি আসবাবপত্রের মাঝে জায়গা রাখুন। এতে বাতাস চলাচল হবে। বড় ও ভারী আসবাবপত্র ঘরের অনেক জায়গা দখল করে ফেলে। তাই এর বদলে ছোট আসবাবপত্র ব্যবহার করুন। এতে ঘর বড় দেখাবে।
https://bangla-bnb.saturnwp.link/%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%81%e0%a6%97%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9a-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%a6/
ঘর গুছিয়ে করুন
ঘর কখন বিশৃঙ্খল অবস্থায় রাখবেন না। এতে জায়গাটি ছোট দেখাবে। অপ্রয়োজনীয় আসবাবপত্রগুলো সরিয়ে ফেলুন। এতে আপনার ঘর বড় দেখাবে।