কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) কাজে লাগিয়ে নতুন উদ্যোগ নিচ্ছে গুগল। এবার স্প্যাম মেসেজ থেকে মুক্তি দিতে ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে আসছে।
নতুন এই ফিচারের নাম হতে পারে RETVec। এই ফিচার উন্মুক্ত হলে জিমেইল ব্যবহারকারীরা স্প্যাম যন্ত্রণা থেকে সহজেই মুক্তি পাবেন। নতুন ফিচারটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। যার সাহায্যে গুগল নিজেই যাবতীয় ‘ভুয়া’ ইমেইল শনাক্ত করে ব্লক করবে।
জানা গেছে, ব্যবহারকারীদের সরক্ষিত রাখতেই জিমেইল এমন উদ্যোগ নিয়েছে। এই ফিচারের মাধ্যমে স্প্যাম মেইল শনাক্ত করে ব্লক করলে গুগল ড্রাইভের স্টোরেজও বাড়বে।
https://bangla-bnb.saturnwp.link/%e0%a6%ac%e0%a7%81%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a6%ab-%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc/
ব্যবহারকারীদের সুবিধার্থে ভাষার বাধ্যবাধকতাও দূর করা হচ্ছে। অর্থাৎ ব্যবহারকারীরা নিজের পছন্দের ভাষায় এই নতুন ফিচার ব্যবহার করতে পারবেন।
এছাড়াও জিমেইল ইনবক্সে জমে থাকা ম্যালিসিয়াস মেইলও শনাক্ত করবে নতুন ফিচারটি। এই সব মেইল ইনবক্সে থাকা খুবই বিপজ্জনক। ভুলবশত লিঙ্কে ক্লিক করলে হারাতে পারেন অর্থ। তাই প্রতারকদের খপ্পর থেকে বাঁচতে নতুন ফিচার কাজে লাগবে। তবে অবশ্যই আপনার ডিভাইসে গুগলের সর্বশেষ ভার্সন থাকতে হবে।