কানাডার বাফিন দ্বীপে হিলিয়াম গ্যাসের একটি বিরল ধরন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। হিলিয়াম–৩ নামের এই গ্যাস পৃথিবীর কোথাও নেই। একমাত্র মহাকাশেই পাওয়া যায়। তাহলে এল কোত্থেকে? এলিয়েনের উপস্থিতি আছে নাকি?
এসব প্রশ্নের উত্তরে এই গ্যাস নিয়ে কাজ করা গবেষকেরা বলছেন, পৃথিবীর কেন্দ্র (কোর) থেকে উঠে এসেছে এই গ্যাস। এই প্রক্রিয়া হাজার বছর ধরেই হচ্ছে। এতে পৃথিবীর মানুষের জন্য ভয়ের কোনো বার্তা আছে কিনা– তা অবশ্য জানা যায়নি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, আগ্নেয়গিরির শিলা থেকে হিলিয়াম–৩ ও হিলিয়াম–৪ গ্যাস পাওয়া গেছে। সেখান থেকে এত পরিমাণ গ্যাস পাওয়ার কথা না। বিশেষ করে হিলিয়াম–৩। এই পরিমাণকে ‘আশ্চর্যজনক’ বলছেন বিজ্ঞানীরা।
এ নিয়ে সম্প্রতি নেচার জার্নালে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। গবেষক দলের প্রধান উডস হোল ওশানোগ্রাফিক ইনস্টিটিউশনের ভূতত্ত্ব এবং ভূপদার্থবিদ্যা বিভাগের সহযোগী বিজ্ঞানী ফরেস্ট হর্টন বলেন, এই গ্যাস পরীক্ষা করলে পৃথিবীর গঠনের ইতিহাস সম্পর্কে আরও বিস্তর জানা যাবে।
https://bangla-bnb.saturnwp.link/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%9c%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%af%e0%a6%a4-%e0%a6%85%e0%a6%a6%e0%a7%8d/
হিলিয়াম–৪ পৃথিবীতে পাওয়া যায়। তবে হিলিয়াম–৩ পাওয়া যায় না। বিজ্ঞানীরা বলেন, পৃথিবী যখন গরম থেকে ধীরে ধীরে শীতল হতে থাকে, তখনই পৃথিবীর বায়ুমণ্ডল থেকে এই হিলিয়াম–৩ হারিয়ে গিয়েছিল।