জনপ্রিয় গাড়ি নির্মাতা সংস্থা টয়োটা নিয়ে এলো নতুন এসইউভি গাড়ি। ইনোভা ক্রিস্টা ও ফরচুনারের মতোই আরও একটি এসইউভি নিয়ে আসছে টয়োটা। এই দুটি মডেলের ডিজাইনের মতই হবে গাড়িটির লুক, খরচও কমবে অর্থাৎ গাড়ির দামও কমবে। তবে শুরুতে ভারতের বাজারেই পাওয়া যাবে গাড়িটি।
এর আগে ফরচুনার মডেল বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল গাড়িপ্রেমীদের মধ্যে। এবার সেই ফরচুনারের লুকের সঙ্গে মিল রেখে আরেকটি ছোট আকারের এসইউভি আসছে বাজারে। রাগড মডেলের ৪ × ৪ ভেহিকল হিসেবে টয়োটার এই নতুন গাড়ি বেশ জনপ্রিয়তা লাভ করবে বলেই মনে করা হচ্ছে।
নতুন এই এসইউভির কোনো ফরচুনার ব্র্যান্ডিং না থাকলেও ফরচুনারের নিচেই এসইউভি হিসেবে জায়গা করে নেবে এই নতুন মডেল। এমনকি হাইরাইডার মডেলটির উপরেই স্থান পাবে টয়োটার এই ছোট এসইভিটি। রাগড অফারিংয়ে আসছে এই গাড়ি যাতে ২.৪ লিটার ডিজেল ও ২.০ লিটার পেট্রোলের ইঞ্জিন রয়েছে, তাও আবার ৪ × ৪ এবং ৪ × ২ অপশনে।
নতুন এই সিরিজের নাম আইএমভি সিরিজ ১ মডেল আইএমভি ০২। গাড়ির ইন্টিরিয়রে একটা বেয়ারবোন লুক আছে। এছাড়া টয়োটার নতুন মডেলের লুক অনেকটাই ল্যান্ড ক্রুজার প্রাডো সিরিজের গাড়ির সঙ্গে মিল আছে। এতে থাকছে বুচ ডিজাইন। আশা করা হচ্ছে ফরচুনারের মতো আন্ডারপিনিংগুলো একইরকম থাকবে এই গাড়িতে।
এখন বাজারে ফরচুনার অনেকটাই প্রিমিয়াম পর্যায়ে চলে গিয়েছে আর তাই ফরচুনারের মত এই গাড়িটি একটা মাস্টারস্ট্রোক হতে পারে বলে মনে করা হচ্ছে। ফরচুনারের টপ এন্ড ভ্যারিয়্যান্টের দাম এখন ৫০ লাখের আশেপাশে, সেখানে টয়োটার এই নতুন ছোট এসইউভির দাম হতে পারে ২৫ লাখের কাছাকাছি।