কন্টেন্ট নির্মাতারা টিকটকে নানাভাবে আয় করতে পারেন। তাই সহজে ছোট আকারের ভিডিও তৈরি ও বিনিময়ের সুযোগ থাকায় খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এই টিকটকশখের বশে টিকটকে ভিডিও পোস্ট করে আয় করার পাশাপাশি তারকাও বনে গেছেন অনেকে। বেশ কিছুদিন ধরেই বড় আকারের ভিডিও তৈরির জন্য নির্মাতাদের উৎসাহ দিচ্ছে টিকটক।
চীনের ভিডিও বিনিময়ের এই নেটওয়ার্কটি এবার বড় আকারের ভিডিও নির্মাতাদের জন্য ‘ক্রিয়েটর রিওয়ার্ডস প্রোগ্রাম’ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে চালু করেছে। কন্টেন্ট নির্মাতারা নতুন এ উদ্যোগের আওতায় এক মিনিটের বেশি দৈর্ঘের ভিডিও তৈরি করে বেশি আয় করতে পারবেন।
টিকটকের তথ্যমতে, এরই মধ্যে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের নির্বাচিত ভিডিও নির্মাতারা পরীক্ষামূলকভাবে ক্রিয়েটর রিওয়ার্ডস প্রোগ্রামের আওতায় বড় আকারের ভিডিও তৈরি করে আয় করেছেন। গত ছয় মাসে এ কর্মসূচির মাধ্যমে নির্বাচিত ভিডিও নির্মাতাদের আয় আগের তুলনায় ২৫০ গুণ পর্যন্ত বেড়েছে।
টিকটকের ক্রিয়েটর রিওয়ার্ডস প্রোগ্রামের মাধ্যমে আয়ের জন্য ভিডিওটি অবশ্যই উন্নত রেজল্যুশনের হতে হবে। এছাড়াও ভিডিওর দর্শকসংখ্যা বা কতজন দর্শক ভিডিওটি সার্চ করেছেন, তার ওপর ভিত্তি করে অর্থ পাবেন নির্মাতারা। ফলে কমবেশি হবে আয়ের পরিমাণও ।
২০২০ সালে চালু হওয়া ক্রিয়েটর ফান্ডের মাধ্যমে আয়ের পরিমাণ কম হওয়ায় কন্টেন্ট নির্মাতারা দীর্ঘদিন ধরেই অসন্তুষ্ট ছিলেন। ফলে গত নভেম্বরে ‘ক্রিয়েটর ফান্ড’ নামের এই কর্মসূচি বন্ধ করে দেয় টিকটক। তবে ধারণা করা হচ্ছে, নতুন এ উদ্যোগের ফলে টিকটকে আকারে বড় ভিডিওর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি নির্মাতারা বর্তমানের তুলনায় বেশি আয় করতে পারবেন।