বর্তমানে বিপিএলে ব্যস্ত সময় পাড় করছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ঘরোয়া এই টুর্নামেন্ট শেষ হতে না হতেই বাংলাদেশে পা রাখবে শ্রীলঙ্কা। এই সফরে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে দুই দল।
এদিকে ঘরের মাঠে লঙ্কান সিরিজ শেষেই ঈদের ছুটিতে যাবেন লাল-সবুজের প্রতিনিধিরা। অন্যদিকে আগামী জুনে হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বমঞ্চে পাড়ি জমানোর আগে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা আছে বাংলাদেশের। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ বিবেচনায় টেস্ট খেলতে অনাগ্রহী টাইগাররা। আর টেস্ট সিরিজটি পিছিয়ে দিতে দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে।
তবে ফাঁকা এই সময়টাকে কাজে লাগাতে চায় বাংলাদেশ। এ সময়ে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার পরিকল্পনা করছে বিসিবি। আর সব কিছু ঠিকঠাক থাকলে এপ্রিলের শুরুতে মাঠে গড়াতে পারে এই সিরিজ।
এরপর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে লাল-সবুজেরা। এ ছাড়া বৈশ্বিক মহাযজ্ঞের পর আফগানদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজও খেলবে টাইগাররা।
জুলাই-আগস্টে অনুষ্ঠেয় সেই সিরিজে দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা বাংলাদেশের।