টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করে খুব খারাপ অভিজ্ঞতা সঞ্চার করেছেন উরফি জাভেদ। এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আর কোনও দিন টেলিভিশনে কাজের সুযোগ গ্রহণ করবেন না। মুখ্য চরিত্র ছা়ড়া আর কারও সঙ্গে ভালো ব্যবহার করা হয় না। অত্যন্ত খারাপ আচরণ করা হয়। টেলিভিশনে কাজ করার সময় শুধু কাঁদতে হয়েছে উরফিকে। অতীতের ভয়ংকর অভিজ্ঞতা ভাগ করতে গিয়ে আর কী বললেন উরফি?
উরফি জাভেদ আর বিতর্ক যেন এক সুতোয় বাঁধা। উরফির বোল্ড ফ্যাশন সেন্সের জন্য বারবার কটাক্ষের শিকার হন। তবে সেসব অবশ্য গায়ে মাখেন না উরফি। নিজের মতোই চলতে ভালোবাসেন। নিত্য-নতুন ড্রেসে ফ্যাশনের নয়া নজির গড়েন উরফি। একটা সময় টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ ছিলেন উরফি। ‘বড়ে ভাইয়া কি দুলহানিয়া’, ‘মেরি দুগ্গা’ ও ‘চন্দ্র নন্দিনী’ এই কয়েকটি সিরিয়ালে অভিনয় করে ছোট পর্দার দর্শকের দিল জিতে নিয়েছিলেন। কিন্তু, এখন টেলি দুনিয়া থেকে অনেক দূরে উরফি। টেলিভিশনে কাজের এক ভয়ংকর অভিজ্ঞতা রয়েছে। বলিউড বাবলকে দেওয়া সাক্ষাৎকারে উরফি অকপটে জানান, কেন্দ্রীয় চরিত্র ছাড়া বাকিদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করা হয়।
বিগ বস ওটিটি-তে অংশগ্রহণের পর লাইমলাইট কেড়ে নিয়েছেন উরফি। দোসর উরফির হট অ্যান্ড বোল্ড ফ্যাশন গোল। যার জন্য সবসময়ই বিতর্কে জড়ান। বাঙালি পরিচালক দিবাকর মুখোপাধ্যায়ের হাত ধরে লাভ সে.ক্স অউর ধোকা ২-এ ডেবিউ করেছেন উরফি। কিন্তু, টেলিভিশন দিয়ে কেরিয়ার শুরুর পরও কেন সেখানে ফিরে যেতে চান না? এই বিষয়ে উরফিকে প্রশ্ন করা হলে বলিউড বাবলকে অভিনেত্রী তাঁর ভয়ংকর দিনগুলোর কথা বলেন।স্মৃতিচারণায় উঠে আসে হাড়হিম করা ঘটনা। উরফির কথায়, সিরিয়ালের মুখ্য চরিত্র ছাড়া বাকিদের সঙ্গে অকথ্য আচরণ করা হত।
বলিউড বাবলকে কন্ট্রোভার্সি কুইন উরফি জাভেদ বলেন, ‘যদি আপনি সিরিয়ালের মুখ্য চরিত্র না হন তাহলে টিকে থাকা ভীষণ কঠিন। ওঁরা মোটেই খুব একটা ভালো ব্যবহার করেন না। খুব খারাপ আচরণ করা হয়। কুকুরের মতো আচারণ করে। কয়েকটি প্রযোজনা সংস্থা তো মারাত্মক। নির্দিষ্ট সময় পেমেন্ট করে না। আর যখন করে তখন অনেক টাকা কেটে নেয়। যখন টেলিভিশনে কাজ করতাম আমার অবস্থা সাংঘাতিক হয়ে গিয়েছিল। আমি পার্শ্বচরিত্রে অভিনয় করতাম। এমন ব্যবহার করত যে আমি শুধু কাঁদতাম।’
মহাকাশচারীরা স্পেস স্যুট ছাড়া কতক্ষণ বেঁচে থাকতে পারবেন? জেনে নিন
টেলিভিশনে যেমন আর কাজ করেন না তেমনই বিগ বসে ওটিটি-তেও আর ফেরেননি। উরফি বলেন, ‘আমার মনে হয় না আমি আর কোনওদিন বিগ বসে ফিরে যাব। বিগ বসে যাওয়ার প্রস্তাবটা ভালো ছিল। সেখানে গিয়ে আমি উপকৃতও হয়েছি। নির্মাতাদেরও আমি ধন্যবাদ জানাই। বিগ বসের পরই আমাকে সকলে চিনিছে। তবে মনে হয় না আর কোনও দিন আমি প্রস্তাব পেলেও আর গ্রহণ করব।’