টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কারা যাবে? গত কয়েকমাস ধরেই সাদা পোশাকের ক্রিকেট দুনিয়া ব্যস্ত এই সমীকরণ নিয়ে। তাতে নতুন মাত্রা যোগ করেছিল দক্ষিণ আফ্রিকা। উড়তে থাকা শ্রীলঙ্কাকে ডারবান টেস্টে নাস্তানাবুদ করেছিল প্রোটিয়ারা। সেই জয় টেস্ট চ্যাম্পিয়নশিপের আফ্রিকান প্রতিনিধিদের উঠিয়ে দেয় তালিকার দুইয়ে।
পরদিনই নিষ্পত্তি হলো ইংল্যান্ড ও নিউজিল্যান্ড টেস্টের। ফলাফলটা নিউজিল্যান্ডের পক্ষে যায়নি। ভারতকে তাদেরই মাঠে ৩-০ ব্যবধানে হারিয়ে সিরিজটা জয় করেছিল টম ল্যাথামের দল। নিজেদের ঘরের মাঠেই আবার সেই ফর্ম ধরে রাখতে পারেনি তারা। এতে করে টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়েও কিছুটা হোঁচট খেয়েছে তারা। আবার এই ম্যাচের ফলাফল কিছুটা হলেও নির্ভার করেছে ভারতকে।
রোহিত শর্মার দল এখন পর্যন্ত সব হিসেবেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার জন্য ফেবারিট। অস্ট্রেলিয়ায় সিরিজের প্রথম ম্যাচে জয়, দক্ষিণ আফ্রিকার জয় এবং নিউজিল্যান্ডের হার– আপাতত সবই তাদের পক্ষে। চলতি চক্রে ১৫টি টেস্ট খেলার পর রোহিতদের জয় নয়টিতে এবং হার একটি ম্যাচে। সম্ভাব্য সর্বোচ্চ ১৮০ পয়েন্টের মধ্যে ভারতের সংগ্রহ ১১০। শতাংশের হিসাবে ৬১.১১।
শ্রীলঙ্কাকে প্রথম টেস্টে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসা দক্ষিণ আফ্রিকাও জায়গা ধরে রেখেছে। নয়টি টেস্ট খেলে তাদের পাঁচটি জয়, একটি ড্র। সম্ভাব্য সর্বোচ্চ ১০৮ পয়েন্টের মধ্যে প্রোটিয়াদের সংগ্রহ ৬৪। শতাংশের হিসাবে ৫৯.২৬।
টেস্ট বিশ্বকাপ ফাইনালে যাওয়ার দৌড়ে তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তারা ১৩টি টেস্ট খেলে আটটিতে জয় পেয়েছে, একটি ড্র করেছে। সম্ভাব্য সর্বোচ্চ ১৫৬ পয়েন্টের মধ্যে প্যাট কামিন্সদের সংগ্রহ ৯০। শতাংশের হিসাবে ৫৭.৬৯। আর নিউজিল্যান্ড এই ম্যাচে হারের পর কিছুটা পিছিয়েই পড়েছে ফাইনালের দৌড় থেকে। ১২টি টেস্ট খেলে জয় পেয়েছে ছয়টিতে। সম্ভাব্য সর্বোচ্চ ১৪৪ পয়েন্টের মধ্যে তাদের সংগ্রহ ৭২। শতাংশের হিসাবে ৫০.০০। ক্রাইস্টচার্চ টেস্টে হারের আগে যা ছিল ৫৪.৫৪।
এমন অবস্থায় ফাইনালে যাওয়ার পথে দক্ষিণ আফ্রিকা আর ভারতকে ফেবারিট ধরা যায়। প্রোটিয়াদের সামনে আছে আরও ৩ টেস্ট। সবকটাই তারা খেলবে ঘরের মাঠে। ভারতের চলতি সিরিজে দরকার দারুণ এক ফলাফল। তবে অ্যাডিলেড টেস্ট থেকে ঘুরে দাঁড়ানোর মিশনে থাকা অস্ট্রেলিয়া সিরিজটা নিজেদের করে নিলে আর শ্রীলঙ্কায় ভালো করতে পারলে তাদেরকেও দেখা যেতে পারে লর্ডসের ফাইনালে।