বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের একমাত্র কন্যাসন্তান আরাধ্যা বচ্চন। সদ্যই ১৩-তে পা রেখেছেন এই স্টারকিড। যদিও গত কয়েক মাস ধরে তার বাবা-মায়ের সম্পর্ক নিয়ে রয়েছে নানান গুঞ্জন। তবে বিষয়টি নিয়ে মুখ খুলছেন না অভিষেক-ঐশ্বরিয়া কেউই। এদিকে এসবের মাঝেই নেটিজেনদের নজর কাড়লেন ঐশ্বরিয়াকন্যা।
১৩ বছর বয়সেই মায়ের সৌন্দর্যকে টেক্কা দিচ্ছেন আরাধ্যা। মায়ের সৌন্দর্য ও উচ্চতা দুটোই সমানতালে পেয়েছেন ঐশ্বরিয়াকন্যা। এমনিতেই সব সময় মায়ের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় তাকে। ছোটবেলা থেকেই মেয়েকে সর্বত্র নিয়ে যান ঐশ্বরিয়া। আরাধ্যা যেন তার নিত্যসঙ্গী।
সম্প্রতি আরাধ্যার জন্মদিনের অনুষ্ঠানে বাবা-মায়ের সঙ্গে দেখা মিলল আরাধ্যার। এতে অভিষেক-ঐশ্বরিয়াকে নিয়ে নেটিজেনদের বিচ্ছেদ জল্পনায় খানিকটা হলেও জল পড়েছে। তবে আরাধ্যার একটি ছবি নজর কড়েছে নেটকারিগরদের। এটিও কোনো পারিবারিক কোনো উৎসবের ছবি।
ওই ছবিতে দেখা যায়, মা আর দিদিমার মাঝখানে দাঁড়িয়ে মিষ্টি হাসছেন আরাধ্যা। হালকা হলুদ আর রুপালির মিশেলে একটি পোশাক পরেছেন ঐশ্বরিয়াকন্যা। ছবিটি দেখে মন্তব্যের ঘরে ঝড় উঠেছে নেটিজেনদের।
অন্যদিকে বলিউডের সর্বাধিক উচ্চতা সম্পন্ন নায়ক ছিলেন অমিতাভ। তার উচ্চতা ৬ফুট ১ ইঞ্চি। বাবার থেকে এক ধাপ এগিয়ে অভিষেকের উচ্চতা ৬ফুট ২ ইঞ্চি। আর মা ঐশ্বরিয়ার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। সেই ধারাবাহিকতায় উচ্চতার ক্ষেত্রে আরাধ্যা যেন বাবা অভিষেক আর ঠাকুরদা অমিতাভের ধারেই বহন করছে।
প্রসঙ্গত, ২০০৭ সালে গাঁটছড়া বাঁধেন অভিষেক-ঐশ্বরিয়া। ২০১১ সালে তাদের ঘরে কোলজুড়ে আসে কন্যাসন্তান আরাধ্যা।