Samsung S24 আল্ট্রা স্মার্টফোন অফিশিয়াল লঞ্চ হতে এখনও বেশ কিছুদিন বাকি থাকলেও বাজারে ফাঁস হয়েছে ফোনের দাম। নেটমাধ্যমে ছড়িয়ে গিয়েছে স্মার্টফোনের বাজারমূল্য। এটি কিনতে ঠিক কত টাকা হাতে রাখতে হবে জেনে নিন।
টাইমস অফ ইন্ডিয়া’র রিপোর্ট অনুযায়ী, গ্যালাক্সি ক্লাব মারফত ছড়িয়েছে ফোনের দাম। গ্যালাক্সি S24 সিরিজের দাম, S23 সিরিজের সমান বা কাছাকাছি থাকতে পারে বলে জানা গিয়েছে। তবে যেহেতু নতুন ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট হিসাবে আসবে তাই দামে সামান্য বৃদ্ধি দেখা যেতে পারে।
রিপোর্ট বলছে, গ্যালাক্সি S24 ফোনের 128GB ভ্যারিয়েন্টের দাম থাকতে পারে ৮৯৯ ইউরো (ভারতীয় মুদ্রায় ৮২,৬৬৬ টাকা) এবং 256GB ভ্যারিয়েন্টের ৯৫৯ ইউরো (ভারতীয় মুদ্রায় ৮৮,১৯৭ টাকা)। গ্যালাক্সি S24+ সিরিজের দাম থাকতে পারে ১.০৫ লাখ থেকে ১.১৬ লাখ টাকা।
ফ্ল্যাগশিপ স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজ লঞ্চ হতে এখনও বাকি বেশ কিছুদিন। আশা করা হচ্ছে, গ্যালাক্সি এস সিরিজের আগের ফোনগুলির মতো এতেও দুরন্ত ক্যামেরা, চিপ এবং পারফরম্যান্স পাওয়া যাবে। এই সিরিজের অধীনে 3টি স্মার্টফোন লঞ্চ হবে বাজারে।
স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজ
নতুন বছরে নতুন ফোন তাও আবার ফ্ল্যাগশিপ। অর্থাৎ হাই-এন্ড স্মার্টফোন আনতে চলেছে স্যামসাং। জানুয়ারি মাসে ভারতের বাজারে আসতে পারে স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজ। এই সিরিজের নিচে তিনটি স্মার্টফোন থাকবে – গ্যালাক্সি S24, গ্যালাক্সি S24+ এবং গ্যালাক্সি S24 আল্ট্রা।
টপ ভ্যারিয়েন্ট গ্যালাক্সি S24 আল্ট্রা ফোনের 512GB ফোনের দাম থাকতে পারে 1.44 লাখ টাকা। যদিও কোম্পানির পক্ষ থেকে কোনও তথ্য নিশ্চিত করা হয়নি। এই দাম গ্যালাক্সি S24 সিরিজের স্মার্টফোনের শুধু একটি অনুমান মাত্র।
স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজের ফিচার্স
এই ফোনে ব়্যাম এবং ইন্টার্নাল স্টোরেজ শুরু 8GB ও 128GB থেকে। গ্যালাক্সি S24+ সিরিজে আবার ব়্যাম ও ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যাবে 12GB এবং 512GB। টপ ভ্যারিয়েন্ট গ্যালাক্সি S24 আল্ট্রাতে পাবেন সর্বোচ্চ 12GB ব়্যাম এবং 1TB স্টোরেজ।
গ্যালাক্সি S24 : এতে 6.2 ইঞ্চি AMOLED ডিসপ্লে, 50 মেগাপিক্সেল ক্যামেরা, 8K ভিডিয়ো রেকর্ডিং, 30X সুপার জুম, 4,00mAh ব্যাটারি ক্যাপাসিটি এবং ফাস্ট চার্জার পাওয়া যাবে।
গ্যালাক্সি S24 + : এই মডেলে 6.7 ইঞ্চি AMOLED ডিসপ্লে, 4,900mAh ব্যাটারি প্যাক পাওয়া যাবে। মিলবে অতিরিক্ত স্টোরেজ এবং ব়্যাম। তবে ক্যামেরা ফিচার একই থাকতে পারে।
গ্যালাক্সি S24 আল্ট্রা : 6.8 ইঞ্চি AMOLED ডিসপ্লে, 5,000mAh ব্যাটারি ক্যাপাসিটি পাওয়া যাবে এতে। তবে এই ফোনের ক্যামেরাতে থাকছে বড় চমক। মিলবে 200 মেগাপিক্সেল ক্যামেরা, 10x কোয়াড টেলিফটো এবং 100x স্পেস জুম। আইফোন 15 এর মতো এতেও মিলবে টাইটানিয়াম বডি।
যেহুতু এই সিরিজের মোবাইল গুলো এখনো বাজারে আসেনি তাই এখনো নির্দিষ্টি করে বলা যাচ্ছে না এই ফোনের ফিক্সড দাম কত হতে পারে। বাজারে লঞ্চ হওয়ার পর আসল দাম জানা যাবে। তাই গ্রাহকদের এই ফোন বাজারে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এর বাজার মূল্য জানার জন্য।