অন্যান্য দেশের মতোই সংযুক্ত আরব আমিরাতের ভিসা করতে নির্ধারিত কিছু কাগজপত্র দরকার হয়। নিচের তালিকায় উল্লেখিত ছাড়াও ট্রাভেল এজেন্সি প্রয়োজন মতো আরো কিছু কাগজপত্র চাইতে পারে।
নতুন ও পুরনো পাসপোর্টের তথ্যবলী সম্বলিত পেইজের স্ক্যান কপি।
পূর্বে কোনো দেশ ভ্রমণ করে থাকলে সেই ভিসার স্ক্যান কপি।
ভ্রমণের পর দেশে ফিরে আসার সম্মতিপত্র।
৩ মাসের মধ্যে তোলা পাসপোর্ট সাইজের ছবির সফট কপি। যার ব্যাকগ্রাউন্ড হবে সাদা।
ভিজিটিং কার্ডের স্ক্যান কপি।
শিশুদের জন্য জন্মনিবন্ধন সনদের স্ক্যান কপি।
ব্যবসায়ী হলে অফিসিয়াল প্যাড বা কোম্পানি লেটার হেডের কপি।
চাকরিজীবী হলে অফিসিয়াল এনওসির এর স্ক্যান কপি।
অফিসিয়াল পরিচয়পত্রের স্ক্যান কপি।
ডাক্তার হলে বিএমডিসি সার্টিফিকেটের স্ক্যান কপি।
আইনজীবি হলে বার কাউন্সিল সার্টিফিকেটের স্ক্যান কপি।
https://bangla-bnb.saturnwp.link/election-tiktok/
শিক্ষার্থী হলে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্রের স্ক্যান কপি।
বিবাহিত তবে পাসপোর্টে স্বামী/স্ত্রীর নাম উল্লেখ না থাকলে ম্যারেজ সার্টিফিকেটের স্ক্যান কপি।