ভারতের পর এবার বাংলাদেশের বাজারে চলে এলো হিরো মোটোকর্পের তৈরি মোটরসাইকেল ‘কারিজমা এক্সএমআর’। বাইকটি থাকছে ২১০ সিসির ক্ষমতাসম্পন্ন ইঞ্জিনসহ দারুণ সব সুবিধা।
ইতোমধ্যে হিরো বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটে বাইক তালিকাভূক্ত হয়েছে। শুরু হয়েছে প্রি-বুকিংও। আর প্রি-বুকিংয়ে প্রথম ২১০ জনকে বাইকটিতে দেওয়া হচ্ছে বিশেষ মূল্যছাড়।
হিরো কারিজমা এক্সএমআর বাইকটিতে ২১০ সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিনের সঙ্গে থাকছে ৬ স্পিড গিয়ারবক্স। যা প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ কিলোমিটার গতি তুলতে সক্ষম। বাইকটির দুটি চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক সঙ্গে ডুয়াল চ্যানেল এবিএস (অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম)। এ ছাড়া বাইকটিতে থাকছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সঙ্গে ব্লুটুথ কানেক্টিভিটি। কল, এসএমএস অ্যালার্ট, জিপিএস, নেভিগেশন, এলইডি লাইট, গিয়ার ইন্ডিকেটর, ইউএসবি চার্জিং পোর্টসহ একাধিক সুবিধা।
বাংলাদেশে হিরো ‘কারিজমা এক্সএমআর’ বাইকটির দাম নির্ধারণ করা হয়েছে ৫ লাখ টাকা। তবে যারা প্রি-বুকিং করবেন, তাদের মধ্যে প্রথম ২১০ জন বাইকটি পাবেন মাত্র চার লাখ টাকায়। অর্থাৎ ১ লাখ টাকা ডিসকাউন্ট। হলুদ, লাল এবং কালো রঙে পাওয়া যাবে এই বাইক।
তবে বাংলাদেশে এবং ভারতে বাইকটির দামের মধ্যে বেশ ফারাক রয়েছে। ভারতে হিরোর ‘কারিজমা এক্সএমআর’ মডেলের বাইকটির দাম ১ লাখ ৭৯ হাজার রুপি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ দশমিক ৩৬ লাখ টাকা। সেই হিসেবে বাংলাদেশে এর দাম দিগুণের বেশি।
গত বছর ভারতে জমকালো আয়োজনে বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের হাত দিয়ে বাইকটি উদ্বোধন করে হিরো মটোকর্প। ভারতের পর এবার বাংলাদেশের বাজারে হাজির হলো কারিজমা এক্সএমআর।