সিনেমা সিরিয়ালের পাশাপাশি বিনোদনের অন্যতম এক মাধ্যম হয়ে উঠেছে ওয়েব সিরিজ (Web Series)। বিশেষ করে বর্তমান প্রজন্ম এই ওয়েব সিরিজরই বেশি ভক্ত। আর সেই চাহিদার কথা মাথায় রেখে নানান রকমের কনটেন্ট নিয়ে ওয়েব সিরিজ তৈরি করছেন নির্মাতারা। তার মধ্যে রয়েছে এডাল্ট সিরিজও। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই (Hoichoi) সেই রকমই কয়েকটি ওয়েব সিরিজ আছে যেগুলো ভুলেও বাড়ির লোকেদের সঙ্গে ভুলে দেখবেন না। তাহলে দেখে নেওয়া যাক এই তালিকায় কোন কোন সিরিজ আছে ।
Hello : সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন হইচইয়ের হ্যালো ওয়েব সিরিজের হাত ধরে ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ করেছিলেন। তিনি ছাড়াও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার জয় সেনগুপ্তর মত অভিনেতারা অভিনয় করেছেন এই সিরিজে। কিন্তু এই সিরিজে এমন কিছু দৃশ্য আছে যেগুলো সবার সামনে বসে দেখা একেবারেই নিরাপদ নয়।
Dupur Thakurpo : হইচই প্ল্যাটফর্মের অন্যতম সিরিজ হলো দুপুর ঠাকুরপো। তিনটি সিজনে তিনটি বৌদি এবং ৬ ঠাকুরপোকে নিয়ে আবর্তিত হয়েছে এই সিরিজের গল্প। প্রথম সিজনে বৌদির ভূমিকায় ছিলেন স্বস্তিকা মুখার্জি। দ্বিতীয় বারে বৌদি হয়ে ছিলেন মোনালিসা আর তৃতীয় বারে বৌদি হয়ে দর্শকদের ঘাম ঝড়িয়েছিলেন ফ্লোরা সাইনি।
Japani Toy : সৌরভ চক্রবর্তীর পরিচালনায় ২০১৮ সালে হইচইয়ে মুক্তি পেয়েছিল ‘জাপানি টয়’ ওয়েব সিরিজটি। এই সিরিজে অভিনয় করেছিলেন ইশা সাহা আর রাজদীপ গুপ্তর মত তারকারা। সেক্স টয় মানেই যে লজ্জার জিনিস নয় সেটাই এই সিরিজের মধ্যে তুলে ধরা হয়েছে।
Mismatch : ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘মিসম্যাচ’ সিরিজটি। এই সিরিজটি দুটি কাপলের জীবনকে কেন্দ্র করে তৈরি। কিভাবে এই দুটি কাপল একে ওপরের পার্টনারের সঙ্গে অদলবদল হয়ে গিয়েছিল এবং একে ওপরের পার্টনারের প্রতি আকৃষ্ট হয়েছিল সেই নিয়েই এই গল্প। তবে এই সিরিজে বেশ কিছু দৃশ্যর জন্য আপনি এটা বাড়ির সবার সঙ্গে দেখতে পারবেন না।
Kamini : ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ঋক বসু পরিচালিত ‘কামিনী’ ওয়েব সিরিজটি। এই সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রী বরখা বিশতকে। এটিই অভিনেত্রীর প্রথম ওয়েব সিরিজ ছিলো। মূলত কামিনী নামে এক মহিলাকে নিয়ে এই গল্প। কিন্তু এই সিরিজেও বোল্ড কিছু দৃশ্য রয়েছে। তাই এটিও চেষ্টা করবেন সবার থেকে আড়ালে গিয়ে দেখার।