দুর্বার রাজশাহীকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। বেতন বকেয়া ইস্যু থেকে জটিলতা শুরু হয়েছিল এবারের বিপিএলে যুক্ত হওয়া দলটিকে নিয়ে। এরপর ঘটেছে প্র্যাকটিস বর্জনের ঘটনা। আবার বিপিএলের আইনভঙ্গ করে বিদেশি ক্রিকেটারদের ছাড়া ম্যাচ খেলার ঘটনাও ঘটেছে। সবশেষ দুর্বার রাজশাহীর আর্থিক অব্যবস্থাপনার চিত্র দেখা দিয়েছে টিম হোটেলেও।
রোববার দুপুরে খবর পাওয়া যায়, কাঙ্ক্ষিত পারিশ্রমিক না পাওয়ায় নিজ নিজ দেশেও ফিরতে পারছেন না দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। বিষয়টি নিয়ে দলের তারকা অলরাউন্ডার রায়ান বার্লের সঙ্গে যোগাযোগ করলেও তাতে মিলেছে সত্যতা। জিম্বাবুয়ের এই অলরাউন্ডার জানান, দেশে ফেরার ফ্লাইট নেই ৫ ক্রিকেটারের। পারিশ্রমিক না পেয়ে হোটেলেই আটকে আছেন তারা।
যদিও বিকেলেই দুর্বার রাজশাহীর পক্ষ থেকে জানানো হয়েছে আজ থেকেই নিজ নিজ দেশে যাত্রা করবেন দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। আর দলের পাকিস্তানি কোচ ইজাজ আহমেদও বাংলাদেশ ছেড়ে যাবেন আগামীকালের মাধ্যমে।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে রাত তিনটায় ইথিওপিয়ান এয়ারওয়েজের ফ্লাইটে হারারের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন রায়ান বার্ল। তার ঠিক আগে রাত ১টা ৪০ মিনিটে থাই এয়ারওয়েজের এক ফ্লাইটে লাহোরের উদ্দেশে যাত্রা করবেন মোহাম্মদ হারিস। এছাড়া হেডকোচ ইজাজ আহমেদ ঢাকা ত্যাগ করবেন আগামীকাল। আর ক্যারিবিয়ান তারকা মিগুয়েল কামিন্স ঢাকা ত্যাগ করবেন ফেব্রুয়ারির ৫ তারিখ।
এছাড়া বাকি খেলোয়াড়রা টিকিট পাওয়া সাপেক্ষে দ্রুতই ঢাকা ছাড়বেন বলে জানায় দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি।