ফিগার ওয়ান নামে রোবটের নতুন ভিডিও প্রকাশ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) রোবোটিক্স কোম্পানি ফিগার। প্রচারমূলক ভিডিওতে দেখা যায়, হিউম্যানয়েড রোবটটি বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ার পাশাপাশি মানুষের মতো যেকোনো কাজ করতে সক্ষম। খবর টেকটাইমস।
প্রচারমূলক ভিডিওতে ফিগার ওয়ান রোবটটি টেবিলে কী রাখা আছে জিজ্ঞাসা করা হয়। রোবটটি তার ভিজুয়াল ও ভাষা দক্ষতা ব্যবহার করে টেবিলে রাখা বস্তুগুলো বর্ণনা করে। এরপর খাদ্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রোবটটি টেবিলে রাখা একটি আপেল তুলে দেখায়। যার মাধ্যমে রোবটটির বস্তু চিহ্নিত করার সক্ষমতা প্রদর্শিত হয়।
ফিগার ওয়ান রোবটটির কথা বলার ক্ষেত্রে পুরুষ কণ্ঠ দেয়া হয়েছে। এর প্রোগ্রামিং এমনভাবে করা হয়েছে যেন কণ্ঠটি মানুষের মতো শোনায়। এর কণ্ঠে কোনো রোবটিক যান্ত্রিকতা নেই। প্রযুক্তিবিশেষজ্ঞরা দাবি করেছেন, ফিগার ওয়ান রোবটটির উচ্চারণ ও শব্দ চয়ন যুক্তরাষ্ট্রে নাগরিকদের মতো। রোবটটির এমন ভাষা দক্ষতা তৈরিতে ওপেনএআইয়ের মডেল ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ফিগার রোবোটিক্স।
ফিগার ওয়ান রোবটটির নিউরাল নেটওয়ার্কের জন্য ওপেনএআই মডেল ব্যবহার করা হয়েছে। এছাড়া রোবটটির ভিজুয়াল ও ভাষাগত দক্ষতা সরবরাহ করেছে ওপেনএআইয়ের সিস্টেম। এর পাশাপাশি ফিগার রোবোটিকস নিজস্ব নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে রোবটের অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়েছে।
ফিগার কোম্পানির লক্ষ্যটি হলো রোবোটিক্সের হার্ডওয়্যার ও সফটওয়্যার-সম্পর্কিত তাদের জ্ঞানের সঙ্গে ওপেনএআইয়ের গবেষণাকে একত্র করে মানুষের মতো রোবট সিস্টেম তৈরি করা। ফিগার রোবোটিক্স জানায়, তাদের রোবটটি মানুষের উৎপাদনশীলতা বাড়াতে, শ্রমিক ঘাটতি মোকাবেলায় এবং ঝুঁকিপূর্ণ কাজে মানব শ্রমিক কমাতে সাহায্য করবে।
সুন্দরী নারীর সঙ্গে শুয়েও কোন পুরুষের অনুভূতি না জাগলে , তাকে কী বলে?
গত মাসে ফিগার রোবোটিক্স বিনিয়োগকারীদের থেকে ৬৭ কোটি ৫০ লাখ ডলার অর্থায়ন পেয়েছিল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা এ অর্থ নিয়োগ, উৎপাদন বৃদ্ধি এবং রোবোটিক্সের জন্য উন্নত ভাষার এআই উন্নয়নে ব্যবহার করার পরিকল্পনা করেছে। এদিকে টেসলা সম্প্রতি তাদের সর্বশেষ অপ্টিমাস রোবটের প্রোটোটাইপ উন্মোচন করেছে।