ফেসবুকে নিয়মিত ছবি কিংবা লেখা পোস্ট করেন অনেকে। ফেসবুকে থাকা ছবি বা লেখার তথ্য সংগ্রহ করে ভিন্ন কাজে ব্যবহার করতে পারেন অপরিচিত ব্যক্তিরা। অনেক সময় আবার অপরিচিতরা প্রোফাইল বা পোস্ট দেখে ব্যবহারকারীকে মেসেজ পাঠানোর মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেন। তবে চাইলেই নিজের ফেসবুক পোস্ট ও প্রোফাইলের তথ্য অপরিচিত ব্যক্তিদের কাছ থেকে লুকিয়ে রাখা যায়। এজন্য প্রাইভেসি সেটিংস পরিবর্তন করতে হবে ব্যবহারকারীকে।
প্রাইভেসি সেটিংস পরিবর্তন করবেন যেভাবে
* প্রথমে আপনার ফেসবুকের হোম পেজের ওপরের ডান কোনায় থাকা ডাউন অ্যারোতে ক্লিক করুন।
* সেখানে থাকা সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে যান।
* প্রাইভেসি শর্টকাটস অপশনে ক্লিক করুন।
* সি মোর প্রাইভেসি সেটিংস সিলেক্ট করুন।
* এরপর নিজের পছন্দমতো সেটিংস পরিবর্তন করতে পারবেন।
প্রোফাইলের ইনফরমেশন অপশনে থাকা বিভিন্ন তথ্য যেমন ফোন নম্বর, ইমেইল অ্যাড্রেস, জন্ম তারিখ ও সাল, ঠিকানা, কর্মস্থল, শিক্ষা সম্পর্কিত তথ্য কারা দেখবে তা নির্ধারণ করা যাবে। এছাড়া আপনার ছবি, পোস্ট, স্টোরিজ, রিলস কে বা কারা দেখতে পারবেন, তা একইভাবে নির্ধারণ করা যাবে। তবে প্রোফাইলের কিছু কিছু জিনিস পাবলিক থাকবে। বিশেষ করে আপনার প্রোফাইল ফটো এবং কভার ফটো অপরিচিতদের থেকে লুকানো যাবে না।
আপনার পোস্ট কারা দেখতে পাবেন
সেটিংস পরিবর্তনের মাধ্যমে আপনি নির্ধারণ করতে পারবেন কে বা কারা আপনার পোস্টগুলো দেখতে পাবেন। এক্ষেত্রে সেটিংসের ‘হু ক্যান সি ইউর ফিউচার পোস্টস’ অপশনের পাশে থাকা এডিট অপশন সিলেক্ট করুন। সেখানে গিয়ে ফ্রেন্ডস অপশনটি সিলেক্ট করুন।
এতে কেবল আপনার বন্ধুরাই আপনি কি পোস্ট করেছেন, তা দেখতে পাবেন। আর আপনি যদি পাবলিক অপশন সিলেক্ট করেন, তাহলে অনলাইনে থাকা যে কেউ আপনার পোস্টগুলো দেখতে পাবেন। এছাড়া ফ্রেন্ডস লিস্টের কাউকে আপনার পোস্ট দেখাতে না চাইলে, ‘ফ্রেন্ডস একসেপ্ট’ অপশনটি সিলেক্ট করতে পারেন। এতে এই অপশনে সিলেক্ট করা ব্যক্তিরা বাদে অন্য বন্ধুরা আপনার পোস্ট দেখতে পাবেন।