দুই গোলে এগিয়ে থেকে জয়ের দ্বারপ্রান্তেই ছিল বার্সেলোনা। কিন্তু দ্বিতীয়ার্ধেই পাল্টে যায় চিত্র। তিন মিনিটের ব্যবধানে দুইবার প্রতিপক্ষের জালে বল পাঠান রিয়াল বেতিসের ইসকো। এতে নাটকীয় মোড় নেয় ম্যাচ। তবে শেষ মুহূর্তের রোমাঞ্চে জয় নিয়েই মাঠ ছাড়ে লিগ শিরোপাধারীরা।
রোববার (২১ জানুয়ারি) রাতে প্রতিপক্ষের মাঠে রুদ্ধশ্বাস ম্যাচে ৪-২ ব্যবধানে জয় লাভ করে বার্সা। এই ম্যাচে হ্যাটট্রিক করে ফেররান তরেস।
ম্যাচের পঞ্চম মিনিটেই বড় ভুল করে বসে বার্সা। লুইন এনরিকে ক্রস বক্সে বল পেয়েছিলেন। কিন্তু গোলরক্ষক ইনাকি পেনারের দক্ষতায় এই যাত্রায় রক্ষা হয়।
আধিপত্য বজায় রেখে ম্যাচের ১৪তম মিনিটেই প্রথমবার সুযোগ পেয়েছিল বার্সা। কিন্তু গোলবারের বাইরে দিয়ে চলে যায় পেদ্রির শট।
ম্যাচের ২১তম মিনিটের পর প্রথমার্ধের ইনজুরির (৪৮তম মিনিট) সময়ে নিজের জোড়া গোল করে দলকে ২-০ ব্যবধানের লিড এনে দেন তরেস।
এর মাঝে লেভানদোভস্কি এবং লামিনে ইয়ামালও গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু পোলিশ তারকার ফিরিয়ে দেন বেতিস গোলরক্ষক রুই সিলভা। আর পোস্টে লেগে ফিরে আসে ইয়ামালের শট।
বিরতি থেকে ফিরেই জোড়া ধাক্কা খায় বার্সা। ম্যাচের ৫৬ থেকে ৫৯তম মিনিটের মধ্যে বার্সার জালে দুইবার বল পাঠিয়ে ম্যাচে সমতা আনেন ইসকো।
এরপর বার্সেলোনার ত্রাতা হয়ে ম্যাচের ৮১তম মিনিটে বদলি নামেন ফেলিক্স। নির্ধারিত সময়ের শেষ মিনিটে বার্সার জয় নিশ্চিত করেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। এরপর ইনজুরির সময়ে হ্যাটট্রিক করেন তরেস।