আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ওয়েস্ট ইন্ডিজে হামলার হুমকি দিয়েছে জঙ্গি গ্রুপ ইসলামিক স্টেট (আইএস)। ক্যারিবীয় অঞ্চলে অপরাধ ও নিরাপত্তা নিয়ে কাজ করা ক্যারিকম ইমপাকসের বরাতে এই তথ্য জানিয়েছে, ক্যারিবিয়ান ব্রডকাস্টিং করপোরেশন-সিবিসি। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম ও রকেটচ্যাট চ্যানেলের মাধ্যমে এই হুমকি দিয়ে পোস্টার প্রকাশ করে বলে জানায় সিবিসি।
আগামী ১ জুন থেকে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র যৌথভাবে আয়োজন করবে। সেমিফাইনালসহ বেশিরভাগ ম্যাচই ক্যারিবিয়ান অঞ্চলে হবে।
এদিকে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই) জানিয়েছে, যেকোনো সম্ভাব্য হামলা ঠেকাতে প্রস্তুত সিডব্লুআই।
বিষয়টি নিয়ে কথা বলেছেন ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী ড. কেইথ রাওয়েলি। এক প্রতিক্রিয়ায় তার ভাষ্য, ‘সমূহ বিপদ কমানোর ব্যাপারে সতর্ক সিডব্লুআই। আমাদের নিরাপত্তা সংস্থাগুলো একক ও যৌথভাবে দেশের ও ভেন্যুতে যাওয়া মানুষের নিরাপত্তা সুরক্ষায় কাজ করছে।’
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সিইও জনি গ্রেভসের দাবি, ‘আয়োজক দেশ ও শহর কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। ঝুঁকি কমানোর ব্যাপারে আমরা তৎপর। আমরা সব অংশীদারকে নিশ্চিত করতে চাই যে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান অগ্রাধিকার।’