বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। ভারতীয় দলে এখন অন্যতম সিনিয়র সদস্য তিনি। কোহলির ভারতীয় দলে অভিষেক ২০০৮ সালের আগস্টে। ২০১১ বিশ্বকাপ খেলার সময় দলে সবার চেয়ে ছোট ছিলেন কোহলি।
এক সাক্ষাৎকারে, প্রথম বিশ্বকাপ খেলার অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। কোহলির বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচটা ছিল বাংলাদেশের বিপক্ষে মিরপুরে।
কোহলি বলেন, ‘ ঢাকায় বাংলাদেশের বিপক্ষে আমি প্রথম ম্যাচ খেলেছিলাম। মিথ্যে বলব না, সেই ম্যাচের আগে আমি (নার্ভাস) চাপে ছিলাম। বলতে পারেন ঘাবড়ে গিয়েছিলাম। একই সঙ্গে মনে বিশ্বকাপ খেলার উত্তেজনাও ছিল। সেই দলে আমি সবার ছোট ছিলাম। ভারতীয় ক্রিকেটের বড় নামেরা ছিল সেই দলটায়। তাই আমি একটু বেশিই নার্ভাস অনুভব করেছিলাম প্রথম ম্যাচের আগের রাতে। মনে হয় এটা স্বাভাবিক।’
এমন চাপে থাকার ভালো দিকও আছে বলে মনে করেন কোহলি। তিনি বলেন, ‘এটার একটা ভালো দিক আছে। একটা নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য শরীর প্রস্তুত হওয়ার সময় পায়। সচেতন থাকা যায়। সেই চাপ আমাকে সতর্ক এবং প্রস্তুত থাকতে সাহায্য করেছিল। নিজের খেলা নিয়ে ভাবতে বাধ্য করেছিল।’
২০১১ বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৮৩ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেছিলেন কোহলি। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অভিযান ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি। এবার রেকর্ডটা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন ৩৫ বছরের কোহলি।