ফেসবুক, ইনস্টাগ্রাম খুব বেশি ব্যবহার করেন যারা তারা জিফপমের সঙ্গে নিশ্চয়ই পরিচিত। খোদ ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ তার ফ্যান। সোশ্যাল মিডিয়াতে ১ কোটির কাছাকাছি ফলোয়ার্স রয়েছে তার। এক একটা পোস্ট থেকে লাখ লাখ টাকা উপার্জন করে সে। তাকে বিশ্বের সবথেকে ধনী কুকুর (World Richest Dog) বলে ধরা হয়। তার সম্পত্তির পরিমাণ শুনলে বড় বড় তারকারাও লজ্জা পাবেন।
জিফপম হল পোমেরিয়ান প্রজাতির কুকুর। ২০১০ সালের ২৬ শে ফেব্রুয়ারি তার জন্ম। ২০১৩ সালে তার মালিক তাকে নিয়ে লস এঞ্জেলসে চলে যান। ওই বছরই আমেরিকার জনপ্রিয় সংগীত শিল্পী কেটি পেরির ‘ডার্ক হাউস’ গানের ভিডিওতে প্রথমবার জিফপমকে দেখা গিয়েছিল। মাত্র কয়েক সেকেন্ডের দৃশ্যে সকলের মন জয় করে নিয়েছিল সে। এরপর তাকে ঘিরে সকলের মনে আগ্রহ বাড়তে থাকে।
জিফপমের জনপ্রিয়তা এতটাই বাড়ছিল যে ২০১৩ সালে ‘অ্যাডভেঞ্চার্স অফ বেলি : আ নাইট ইন কাউটাউন’ ছবিতেও তাকে দেখানো হয়। এরপর একে একে বিভিন্ন ছবিতে অভিনয় করতে থাকে সে। ২০১৬ সালে ডিজনির ‘বিজার্ডভার্ক’ সিরিজে অভিনয় করেছে সে। তাকে বিভিন্ন নামি ব্রান্ডের বিজ্ঞাপনে প্রচারের মুখ করা হয়েছে।
জিফপমের জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়াতেও ছড়াতে শুরু করে। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যত পোষ্যের অ্যাকাউন্ট রয়েছে তাদের মধ্যে থেকে উপার্জনের নিরিখে সবার আগে রয়েছে জিফপম। ইনস্টাগ্রামে এক একটি পোস্ট পিছু সে ১০ লক্ষ টাকা করে উপার্জন করে। তাকে ইন্টারনেটের সবথেকে মিষ্টি কুকুর বলেন সকলে। তার উদ্দেশ্যে ২০১৭ সাল থেকে আমেরিকায় ২০শে আগস্ট ‘জিফ ডে’ হিসেবে পালন করা হয়।
২০১৭ সালে জিফপমের নামে একটি বই প্রকাশ পায় যার নাম ‘আই অ্যাম জিফপম’। জিফপমের নামে বেশ কিছু ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে তিনবার তার নাম উঠেছে। দু পায়ে ভর দিয়ে হাঁটতে পারে সে। এইভাবে যে কুকুরেরা হাঁটে তাদের মধ্যে সবথেকে দ্রুত বেগে ছুটে নজির গড়েছে জিফপম।
তার জনপ্রিয়তার জন্য ২০১৮ সালে ইনস্টাগ্রামের নতুন ‘অগমেন্টেড রিয়েলিটি ফিল্টার’ বৈশিষ্ট্যের উদ্বোধনে জিফপমকে আমন্ত্রণ করেছিলেন খোদ মার্ক জুকেরবার্গ। ২০২০ সালে তার ছবি দিয়ে ক্যালেন্ডার প্রকাশ করা হয়। অনেক বড় বড় তারকাদের সঙ্গে প্রকাশিত হয় তার ছবি। ইনস্টাগ্রামে একটি পোস্ট পিছু ২৬ লক্ষ টাকা উপার্জন করে সে। টিকটকে পোস্ট পিছু তার উপার্জন থাকে ১৬ লক্ষ টাকার আশেপাশে।
এছাড়াও ইউটিউবে বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে কাজ করে জিফপম। বিজ্ঞাপনী প্রচারের জন্য ১২ লক্ষ টাকা নেয় সে। গত ১২ বছরে তার মোট সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২০৬ কোটি টাকা। ২০২২ সালে হঠাৎ করেই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পরে জানা যায় সেই খবর আসলে ভুয়ো। হেসেখেলে দিব্যি আছে ১৪ বছর বয়সী জিফপম।