ব্রাজিলিয়ান সুন্দরী মডেল লারিসা বনেসির প্রেমে হাবুডুবু খাচ্ছেন শাহরুখপুত্র আরিয়ান খান। এমন গুজবে কয়েক দিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন তিনি। ইতোমধ্যে ব্রাজিল থেকে ভারতে এসেছেন লারিসা। এরপরেই মূলত নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে আরিয়ান-লারিসার ভিডিও।
জানা গেছে, এক রাতের পার্টিতে ক্যামেরায় ধরা পড়লেন আরিয়ান-লারিসা। বলা যায়, সেখানে বেশ খোশ মেজাজেই ধরা দিয়েছেন শাহরুখপুত্র। মার্টিন গ্যারিক্সের পাশে আরিয়ান, আর ঠিক তার পিছনেই দাঁড়িয়ে আছেন লারিসা।
ওই ভিডিওতে দেখা যায়, গানের তালে নাচছেন লারিসা। পাশাপাশি ঘন ঘন উড়ন্ত চুমুও ছুড়ে দিচ্ছেন আরিয়ানের দিকে। আর এমন কাণ্ড দেখে আরিয়ানের মুখেও দেখা যায় মুচকি হাসি। যদিও ক্যামেরা দেখতেই সাবধান হয়ে যান দুজনেই।
এদানিং লারিসা ও তার পরিবারের সবাইকে ইনস্টাগ্রামে ফলো করছেন আরিয়ান। শুধু তাই নয়, এই ব্রাজিলিয়ান সুন্দরীও গোটা খান পরিবারকে ফলো করেন। এমনকি অভিনেত্রীর মায়ের জন্মদিনেও তাকে উপহারও পাঠিয়েছেন শাহরুখপুত্র। আর এসব দেখেই নেটিজেনদের ধারণা— প্রেমে হাবুডুবু খাচ্ছেন লারিসা-আরিয়ান।
লারিসা পেশায় একজন অভিনেত্রী। গুরু রন্ধাওয়ার ‘সুরমা সুরমা’ মিউজিক ভিডিও, স্টেবিন বেনের মিউজিক ভিডিও, এমনকি বিশাল মিশ্রের সঙ্গেও একটি অ্যালবামে দেখা গেছে এই অভিনেত্রী। এ ছাড়া অক্ষয় কুমার, জন আব্রাহমের টাইগার শ্রফ ওসুরাজ পাঞ্চোলির সঙ্গেও কাজ করেছেন লারিসা।
অন্যদিকে বর্তমানে ৬ এপিসোডের নতুন সিরিজ তৈরির কাজে ব্যস্ত রয়েছেন আরিয়ান। জনপ্রিয় এক ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে তার এই সিরিজটি। শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিসের ব্যানারে নির্মিত হচ্ছে এটি। ইতোমধ্যে শুটিংও শুরু হয়েছে সিরিজটির।