বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডের মৃত্যুর খবরে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল নেটদুনিয়ায়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার এক দিন না যেতেই একটি ভিডিও বার্তায় অভিনেত্রী জানান, বেঁচে আছেন তিনি। নিজের ভুয়া মৃত্যুর খবর ছড়ানোয় নেটিজেনদের তীব্র নিন্দার মুখে পড়েন পুনম।
তবে শুধু তিনিই নন, এর আগে এমন ভুয়া মৃত্যুর খবর ছড়িয়েছিলেন নির্মাতা মহেশ ভাট। ১৯৯৪ সালে খবরে বিজ্ঞাপন দিয়ে মনীষা কৈরালাকে ‘মৃত’ ঘোষণা করেন এই নির্মাতা। মূলত সিনেমার প্রচারণার জন্যই মৃত্যুকে হাতিয়ার বানিয়েছিলেন তিনি।
জানা গেছে, প্রায় তিরিশ বছর আগে মনীষার ক্যারিয়ার যখন ঊর্দ্ধমুখী, সেসময় নার্গাজুন, রম্যা ও তাকে নিয়ে একটি সিনেমা নির্মাণ করেন মহেশ। সিনেমার নাম ‘ক্রিমিনাল’।
‘ক্রিমিনাল’-এ নার্গাজুনের স্ত্রীর চরিত্রে দেখা যায় মনীষাকে। আর এই সিনেমার কুমার শানুর কণ্ঠে ‘তুম মিলে’ গানটি এখনও সমান জনপ্রিয়। তবে এই সিনেমায় খুব বেশি সময় পর্দায় দেখা যায়নি মনীষাকে। কারণ— গল্পে খুন হয়ে যায় অভিনেত্রীর চরিত্রটি।
সেসময় সিনেমার প্রচারণার জন্য কাগজে বিজ্ঞাপন দিয়ে মনীষাকে মৃত ঘোষণা করেন। সেই খবরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছিল। তবে সত্যিটা প্রকাশ্যে আসতেই তীব্র নিন্দার মুখে পড়তে হয় মহেশকে। এমনকি তার বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছিল।