বার্সেলোনায় খেলার সময়েই দুই বন্ধু লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ চেয়েছিলেন ক্যারিয়ারের শেষটা করবেন একই ক্লাব থেকে। তবে, আলাদা ক্লাবে চলে যাওয়ায় সেই স্বপ্ন ছিল অপূর্ণ। এবার মেসির পর সুয়ারেজকে ভিড়িয়ে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিল মায়ামি। আর এই জনপ্রিয় জুটির রসায়ন দেখতে মুখিয়ে ইন্টার মায়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যাম।
মেসি-সুয়ারেজ প্রসঙ্গে ডেভিড বেকহ্যাম বলেন, ‘সুয়ারেজের মায়ামিতে যোগ দেওয়া পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং মাঠে মেসির সঙ্গে তার জুটি দেখতে মুখিয়ে আছি আমরা। সুয়ারেজ ভীষণ লড়াকু মানসিকতার, তার জয়ের মানসিকতা সবাইকে প্রভাবিত করে।’
এক বছরের চুক্তিতে মায়ামিতে যোগ দেওয়া সুয়ারেজ সবশেষ খেলেছেন গ্রেমিওর হয়ে। ব্রাজিলিয়ান লিগে গত মৌসুমে সেরা খেলোয়াড় ও সেরা স্ট্রাইকারের পুরস্কার তিনি জিতে নেন ৫৩ ম্যাচে ২৬ গোল এবং ১৭টি অ্যাসিস্ট করে।
নতুন ঠিকানা খুঁজে পেয়ে খুশি সুয়ারেজও, ‘ইন্টার মায়ামিতে নতুন চ্যালেঞ্জ নিতে পেরে আমি রোমাঞ্চিত। শুরু করতে আমার তর সইছে না। অসাধারণ এই ক্লাবের হয়ে আরও শিরোপা জয়ের স্বপ্নকে বাস্তবায়ন করতে আমি তৈরি।’
https://bangla-bnb.saturnwp.link/mukher-kalce-dagh/
প্রাক-মৌসুমে আগামী ২৯ জানুয়ারি সৌদি ক্লাব আল হিলালের বিপক্ষে ম্যাচে দেখা যেতে পারে মেসি-সুয়ারেজ জুটিকে। যে ক্লাবে আছেন তাদের পুরনো বন্ধু নেইমার। যদিও চোটের কারণে ওই ম্যাচে তার (নেইমার) খেলা হবে না। এছাড়াও আগামী ফেব্রুয়ারির শেষদিকে শুরু হবে মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুম। যে ম্যাচে মায়ামির প্রতিপক্ষ রিয়াল সল্ট লেক।