এবারের আইপিএলে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি ছিলেন মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক আসরটা স্মরণীয় করেই রেখেছেন। সবমিলিয়ে ৯ ম্যাচ খেলেছেন। উইকেট শিকার করেছেন ১৪ টি। টুর্নামেন্টে এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকও তিনি।
যদিও গতকাল রাতে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে মুস্তাফিজের আইপিএল যাত্রা শেষ হয়েছে। আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচে বিশ্রামে থাকলেও খেলবেন শেষ দুই ম্যাচ। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন মুস্তাফিজের আইপিএল অভিজ্ঞতা কাজে লাগবে দেশের হয়ে।
আজ (বৃহস্পতিবার) চট্টগ্রামে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘অবশ্যই, অনেক কাজে দেবে। যে পরিবেশে ও খেললো, অনেক বড় টুর্নামেন্ট। ওখানে ভালো করলে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস বেড়ে যায়। ওখানে আরও বড় বড় ব্যাটারদের বল করেছে, সবচেয়ে ভালো কথা ভালো উইকেটে ভালো বোলিং করেছে। ওই আত্মবিশ্বাস নিয়ে আসবে। এখানেও একই পারফরম্যান্স করতে পারলে দল অনেক এগিয়ে যাবে। মুস্তাফিজ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’
এদিকে, মুস্তাফিজের আইপিএল খেলার অভিজ্ঞতা নিয়ে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা বলেন, ‘১০০ পারসেন্ট। আইপিএল অন্যতম বড় লিগ। আলহামদুলিল্লাহ সেখানে খেলতে পেরেছি। যে-ই আইপিএল খেলুক, সেখানকার অভিজ্ঞতা, শিক্ষা, আত্মবিশ্বাস অবশ্যই জাতীয় দলে কাজে লাগবে। এমনকি যে শুধু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে, আইপিএলের অভিজ্ঞতা তারও কাজে লাগবে। তাই আমি নিশ্চিত ফিজ ভাইকে আইপিএলের অভিজ্ঞতা জাতীয় দলে ভালো খেলতে সাহায্য করবে।’