আইসিসির হুঁশিয়ারির পর পিছু হটে ভারত। তার আগে গোঁ ধরেছিল দেশটির ক্রিকেট বোর্ড, তারা পাকিস্তান নামটি জার্সিতে রাখতে চান না। বৈশ্বিক টুর্নামেন্টে স্বাগতিক দেশের নাম জার্সিতে রাখার যে রীতি, তা মানার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। আসন্ন টুর্নামেন্টের জন্য গতকাল জার্সি উন্মোচিত করেছে ভারত। সেখানে আছে আয়োজক পাকিস্তানের নাম।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য জার্সি উন্মোচনের পর ভারতের জার্সির ডিজাইন কেমন হবে তার চেয়ে দর্শকদের বেশি আকর্ষণ ছিল অন্য একটি বিষয়ে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, ভারত যে শুধু পাকিস্তানে গিয়ে খেলতেই আপত্তি জানিয়েছে তাই নয়, জার্সিতে আয়োজক পাকিস্তানের নামও রাখতে চায় না বিসিসিআই।
তবে জার্সি উন্মোচনের পর দেখা যায়, সেখানে আয়োজক দেশের নাম রাখা হয়েছে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে আরব আমিরাতে সরে গেলেও সব দল ভারত ২০২১ লেখা জার্সি পরেই খেলেছে।
তবে জার্সিতে নাম লেখা নিয়ে বাগড়া দিয়েছিল বিসিসিআই। পরে আইসিসির মধ্যস্ততায় সমাধান হয় বিষয়টির। এদিকে, পাকিস্তান তাদের তিনটি স্টেডিয়ামের কোনোটিতেই ওড়ায়নি ভারতের পতাকা। যা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।
আগামীকাল নিউজিল্যান্ড-পাকিস্তান লড়াইয়ে মাঝ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত তাদের প্রথম ম্যাচ দুবাইতে খেলবে বাংলাদেশের বিপক্ষে। ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে মহারণ।