আজকাল মোবাইল ফোন যেন মানুষের জরুরী অঙ্গের মতোই আবশ্যক। শরীরের কোনো একটি অংশ না থাকলে যেমন চলতে অসুবিধা হয় তেমনই মুঠোফোন ছাড়াও অনেক সময় অসম্ভব হয়ে পড়ে। অবাক করা হলেও সত্য বলিউড তারকা সারা আলী খান মোবাইল ফোন ব্যবহার ছেড়ে দিয়েছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ জানুয়ারি মুক্তি পাচ্ছে সারার সিনেমা ‘দ্য স্কাই ফোর্স’। এরইমধ্যে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। তারপর থেকে বেশ প্রশংসা পাচ্ছেন সারা। ট্রেলারে সেনা আধিকারিকের স্ত্রীর চরিত্রে দেখা গেছে তাকে। এই চরিত্রে নিজেকে তৈরি করতে মোবাইল ফোন ব্যবহার ছেড়ে দিয়েছিলেন।
অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র জানান, চরিত্রটির জন্য নিজেকে তৈরি করতে সারা সেটে চুপচাপ বসে থাকতেন, নিজের চিত্রনাট্যে মন দিতেন, কীভাবে চরিত্রটি ফুটিয়ে তুলবেন, সে বিষয়ে শুধু ভাবনাচিন্তা করতেন।
সারার আচরণ যাতে পুরোপুরি একজন সৈনিকের স্ত্রীর মতো হয়, সেদিকে সব মন দিয়েছিলেন। চরিত্রটিকে নিখুঁতভাবে চিত্রিত করতে তিনি নিজের ফোন থেকে শুরু করে এমন কোনোকিছু ব্যবহার করতেন না যেগুলো তার মনোযোগে ব্যাঘাত ঘটাতে পারে।
এ ছবিতে সারার বিপরীতে আছেন বীর পাহাড়িয়া। সিনেমাটির মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে তার। সারার স্বামীর চরিত্রে দেখা যাবে যে একজন সেনা কর্মকর্তা। ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। তার বিপরীতে নিমরত কৌর।