বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল। তামিম-সাকিব দ্বৈরথে শেষ হাসি হেসেছেন চট্টলা এক্সপ্রেস।
এদিকে চলতি বিপিএলে ফাইনাল খেলবেন, এমন বিশ্বাস আগেই ছিল তামিমের। বরিশালের ফাইনাল নিশ্চিতের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এমনটাই জানালেন তামিমপত্নী আয়েশা সিদ্দিকা ইকবাল।
নানান নাটকীয়তায় গেল বছর কেটেছে তামিমের। হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর ২৪ ঘণ্টা ব্যবধানে ফের ২২ গজে ফেরার সিদ্ধান্ত, সাকিব-তামিম দ্বন্দ্ব ইস্যুতে বিশ্বকাপে না খেলা, রহস্যময় ইনজুরি; সব মিলিয়ে টক অব দ্য কান্ট্রিতে ছিলেন তামিম। বিপিএল দিয়ে মাঠে ফিরেই দ্যুতি ছড়াচ্ছেন ড্যাশিং এই ওপেনার।
ফাইনালে ওঠার পর তামিমের স্ত্রীর দাবি, আগেই দলকে ফাইনালে তোলার প্রতিজ্ঞা নিয়েছিলেন তামিম।
ফেসবুক স্ট্যাটাসে আয়েশার ভাষ্য, তামিম ইকবাল, টুর্নামেন্ট শুরুর আগেই তুমি বলেছিলে, ‘আমরা ফাইনালে খেলব!’ তুমি কথা রেখেছো। দারুণ দলগত প্রচেষ্টা। আলহামদুলিল্লাহ।
এদিকে রংপুরের বিপক্ষে জয়ের পর তামিম নিজেও নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন। দলের উদযাপনের ছবি দিয়ে ক্যাপশনে তামিম লিখেছেন, ‘মনুরা কেমন আছো?’
বিপিএলের ফাইনালে আগামী ১ মার্চ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে মিনি জাতীয় দল খ্যাত বরিশাল।
এর আগে, ২০২১ সালের বিপিএল ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। যেখানে কুমিল্লা শেষ হাসি হেসেছিল।