রান্নাঘরে মাছির উপদ্রবে অতিষ্ঠ অনেকেই। মাছি নানা ধরনের ছোঁয়াচে রোগের বাহক। আর এই কারণেই অতিরিক্ত সতর্কতা নেয়া জরুরি। মাছি খাবারে বসলে পেটের রোগের পাশাপাশি বিষক্রিয়াও হতে পারে। সুতরাং রান্নাঘরে তার প্রবেশ নিষিদ্ধ করতেই হবে। কীভাবে সম্ভব? রইল মাছি তাড়ানোর মোক্ষম দাওয়াই।
রান্নাঘরে পুদিনা পাতার গাছ লাগান। পুদিনা পাতার গন্ধে মাছি পালাবে রান্নাঘর ছেড়ে। রান্নাঘরের কোণগুলোতে ভিনিগার স্প্রে করুন। ভিনিগার মাছির যম। ল্যাভেন্ডার বা লেবুর গন্ধযুক্ত এসেনশিয়াল অয়েল সপ্তাহে এক দিন স্প্রে করলেও মাছি আপনার রান্নাঘর থেকে দূরে থাকবে। দারুচিনির তাজা গন্ধে কাজ দেবে ম্যাজিকের মতো। রান্নাঘরের জানলায় ২ টুকরা দারুচিনি রাখুন। জানলা থেকেই বিদায় নিতে হবে তাকে।
শুকনা লেবুর খোসাও ভালো কাজ দেয়। লবঙ্গের গন্ধও মাছি সহ্য করতে পারে না। লবঙ্গ ছড়িয়ে রেখে কাজ হাসিল হতে পারে। সব থেকে ভালো উপায় পুরনো অভ্যাস ফিরিয়ে আনা। বেশি ফল পেতে ধুনোয় কর্পূর ফেলে দিন।
এগুলো তো গেল টোটকা। রোগের প্রকোপ থেকে বাঁচতে প্রয়োজন বাড়তি সতর্কতাও। কোনো ভাবেই খাবার খোলা রাখা চলবে না। উল্টো ভাবে বললে, খোলা জায়গায় রাখা রয়েছে, এমন খাবার এড়িয়ে যাওয়াই ভালো।