লিজিওন ব্র্যান্ডের অধীনে গেমিং ট্যাবলেট বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছে লেনেভো। ট্যাবটির নাম রাখা হয়েছে ‘লেনোভো লিজিওন ট্যাব’। এটি লিজিওন ট্যাব ওয়াই ৭০০ মডেলের ২০২৩-এর একটি সংশোধিত সংস্করণ হবে।
লিজিয়ন ট্যাবে থাকছে ৮ দশমিক ৮ ইঞ্চির ডিসপ্লে। প্রচলিত ট্যাবের আকৃতি থেকে তুলনামূলক ছোট হওয়ায় এটাকে সহজে নিয়ন্ত্রণ করা যায়, যা গেমিংয়ের জন্য উপযুক্ত। লেনোভোর ট্যাবটিতে রয়েছে ১৪৪ হার্টজের রিফ্রেশরেট ও কোয়াড এইচডি প্লাস রেজল্যুশনের পিউরসাইট গেমিং ডিসপ্লে। যার পিক ব্রাইটনেস ৫০০ নিটস।
ট্যাবলেটটির ডিজাইনে দুই পাশে মেটাল ফিনিশিং দেয়া হয়েছে। পাশাপাশি গেমিং অভিজ্ঞতা উন্নত করার জন্য লেনোভো ট্যাবলেটে শক্তিশালী উন্নত হ্যাপটিক সিস্টেমও দেয়া হয়েছে। এছাড়া সাউন্ড সিস্টেমের জন্য রয়েছে ডুয়েল স্পিকার সেটআপ যা ডলবি অ্যাটমোসের সমর্থন করে।
ট্যাবলেটটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ যা গেমিং জন্য ট্যাব উপযুক্ত করেছে। এছাড়া র্যাম হিসেবে ব্যবহৃত হয়েছে এলপিডিডিআর ফাইভএক্স এবং স্টোরেজ হিসেবে দেয়া হয়েছে ২৫৬ গিগাবাইটের স্টোরেজ স্পেস।
ব্যবহারকারীরা চাইলে মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়াতে পারবে। এরই সঙ্গে রয়েছে কোয়ালকম কুইক চার্জ ৩.০ প্রযুক্তির ফাস্ট চার্জিং সুবিধা ও ৬ হাজার ৫৫০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। ইউএসবি টাইপ সি পোর্টের ট্যাবটি ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং করা যাবে।