নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে প্রিয় তারকার জন্মদিন উদযাপন করলেন এক শাকিব ভক্ত। সামনে আরো বড় পরিসরে তুলে ধরতে চান।পৃথিবীর ভ্রমণ পিপাসুদের পছন্দের স্থান নিউ ইয়র্কের টাইমস স্কয়ার। ম্যানহাটনের আলোকোজ্জ্বল এই স্থানটি পৃথিবীর মানুষের কাছে আকর্ষণের তীর্থস্থান। বিশ্বের এক নম্বর বাণিজ্যিক এলাকাও বলা হয় স্থানটিকে। আর সেখানেই পালিত হলো ঢাকাই সুপারস্টার শাকিব খানের জন্মদিন!
স্থানীয় সময় মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র প্রবাসী এফএ ফারজানা নামে শাকিব খানের এক ভক্ত তাকে শুভেচ্ছা জানিয়ে জন্মদিন পালন করেন। সেখানে তিনি কেকও কেটেছেন।
টাইমস স্কয়ারে কেক কেটে উযদাপনের পাশাপাশি শাকিব ভক্তরা মিলে বিলবোর্ডেও জন্মদিনের শুভেচ্ছা জানান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ মুহূর্তটির কয়েকটি স্থিরচিত্র শেয়ার করেছেন এফএ ফারজানা। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন কয়েকজন শাকিবিয়ান। দেখা যাচ্ছে, টাইমস স্কয়ারের ডিজিটাল বিলবোর্ডে শোভা পাচ্ছে শাকিবের ছবি। স্ক্রিনে বড় অক্ষরে লেখা ‘আমরা তোমাকে ভালোবাসি’।
২ বছর ধরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থাকেন ফারজানা। একটি ল ফার্মে তিনি কর্মরত। ম্যাসেঞ্জারের মাধ্যমে এক বার্তায় চ্যানেল আই অনলাইনকে ফারজানা বলেন, আমি শাকিব ভাইকে ভীষণভাবে পছন্দ করি এবং ভালোবাসি। তাকে নিয়ে অনলাইনে বিভিন্ন পাগলামি করি। আমার স্বামীও এতে উৎসাহ দেয়। তাই আমাদের পক্ষ থেকে শাকিব ভাইকে টাইমস স্কয়ারের বিলবোর্ডে উইশ করলাম। হলিউড বলিউডের পর আমাদের ঢালিউড কিং শাকিব ভাইও এখানে।
তিনি বলেন, নিউ ইউর্কে অনেক বাঙালি থাকেন। তার ‘প্রিয়তমা’ ছবিটি এখানে একমাস চলেছিল। আশা করছি তার ‘রাজকুমার’ আরো ভালো চলবে। এখানে প্রবাসীরা তাকে খুব পছন্দ করেন। বিশেষ করে ‘প্রিয়তমা’ দেখে নতুন করে অনেক প্রবাসী শাকিব ভাইয়ের ফ্যান হয়ে গেছেন।
‘হ্যাপি বার্থ ডে টু গ্লোবাল স্টার শাকিব খান’ লিখে কিছু স্থিরচিত্র নিজের ফেসবুকে শেয়ার করে ফারজানা বলেন, একজন শাকিবিয়ান হিসেবে আমার স্বপ্ন আজ সত্যি হয়েছে। আমার দেশের সুপারস্টারের শুভ জন্মদিন আজ বর্হিবিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক শহর নিউ ইয়র্ক টাইমস স্কয়ারে পালন করলাম। এরপর বিশ্বাস রাখি আরও বড় পরিসরে ভিন্ন আঙ্গিকে প্রিয় নায়ক শাকিব খানকে উপস্থাপন করব।
জন্মদিনের প্রথম প্রহর থেকেই দেশ-বিদেশে ছড়িয়ে থাকা ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন শাকিব। তার জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছেন নেটিজেনরা।