শাহরুখ খান। কিং অব রোমান্স। বলিউড বাদশাহ। বক্স অফিস কিং বা কিং খান। যেখানে বলিউডের পাতায় পাতায় গডফাদার আর পারিবারিক নেপোটিজমের গল্প, সেখানে শূন্য থেকে উঠে এসে শুধু নিজের যোগ্যতায় বলিউডের রাজ সিংহাসনের অধিকারী হয়ে আছেন শাহরুখ খান। আজকের আলো ঝলমলে লাইট, ক্যামেরা, অগণিত ভক্ত আর জমকালো জীবনযাপন। এগুলোর ভিড়ে কোনোভাবেই চাপা পড়তে পারে না একজন সাধারণ মানুষের কাতার থেকে বলিউডের বাদশা বনে যাওয়ার গল্প।
আজকের এই জায়গায় আসতে বলিউডের বাদশাকে কম কাঠখড় পোড়াতে হয়নি। আজ তার পকেটে হাজার হাজার কোটি টাকা থাকলেও একটা সময় ছিল স্কুলে পড়তে গিয়ে টাকার অভাবে হোঁচট খেতে হয়েছে। বিছানার তলা থেকে জমানো খুচরো টাকা এক করে তারপর কোনো মতে স্কুলের মাইনে দিয়েছিলেন শাহরুখ।
সুপারস্টার হওয়ার আগেই গৌরীকে বিয়ে করেছিলেন শাহরুখ। গৌরীর প্রেমে একেবারে পাগল ছিলেন কিং খান। বিয়ের পর তারা দার্জিলিং ঘুরতে গিয়েছিলেন, সেখানকার একটি ছবি দেখিয়ে এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, ‘’এটা আমার সবচেয়ে প্রিয় ছবি। তখন সবে বিয়ে হয়েছে। আমি তখন ভীষণ গরিব আর গৌরী মধ্যবিত্ত। আমি গৌরীকে কথা দিয়েছিলাম, বিয়ের পর ওকে প্যারিস নিয়ে যাব বেড়াতে। আইফেল টাওয়ার দেখাব। স্বাভাবিকভাবেই এটা মিথ্যে কথা ছিল। আমার কাছে অত টাকাই ছিল না। কিন্তু গৌরী আমার কথা বিশ্বাস করে ফেলল। শেষকালে রাজু বান গ্যায়া জেন্টলম্যান-এর শুটিং পড়ল দার্জিলিংয়ে। আমাদের দার্জিলিং যেতে হবে। এদিকে গৌরীকে কথা দিয়েছিলাম প্যারিস নিয়ে যাব। শেষকালে প্যারিস বলে গৌরীকে দার্জিলিং নিয়ে গেলাম।’
জীবনে সীমাহীন সংগ্রাম দেখা একজন শাহরুখের জীবনবোধ হাজারো মানুষের অনুপ্রেরণা। একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে, যার বাবা-মায়ের কাছে তাকে সিনেমায় নিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত টাকা ছিল না। তিনি রাস্তায় ঘুমিয়েছেন, খুব অল্প বয়সে নিজের এবং তার বোনের জন্য সংগ্রাম করেছেন। এমনকি তিনি তার বাবা-মাকে খুব তাড়াতাড়ি হারিয়েছিলেন। এই সমস্ত বিশৃঙ্খলা এবং চ্যালেঞ্জের মধ্যে তিনি নিজেকে এগিয়ে নিয়ে গেছেন এবং আজ তিনি ‘বলিউডের বাদশা’। তাকে আজকের এই কিং খানে পরিণত করে তুলেছে তার ব্যর্থতার স্বীকৃতি।
https://bangla-bnb.saturnwp.link/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a6%be%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a7%87/
অভিনয় দিয়ে বিশ্বের কোটি ভক্ত-দর্শকের মন জয় করেছেন বলিউডের কিং শাহরুখ খান। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। রোমান্টিক ঘরানার এ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন সবার। সিনেমাটিতে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারও অর্জন করে নেন। ১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহরুখ খান। আজ ৫৭ বছরে পা দিলেন বরেণ্য এই অভিনেতা।