দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে নিয়ে আলোচনা যেন থামছেই না।নাগার্জুনের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই নানা কারণে চর্চায় থাকছেন তিনি। সম্প্রতি সোশাল মিডিযায় তার ছিপছিপে চেহারা নিয়ে সমালোচনার কড়া জবাব দিয়েছেন সামান্থা। বেশ অনেক দিন ধরে অভিনেত্রী মায়োসাইটিস-এ ভুগছেন। এই রোগের সঙ্গে লড়াই করার জন্য তাঁকে অ্যান্টি-ইনফ্লেমেটরি ডায়েটে থাকতে হয়। সেই কারণেও ওজন কমেছে অভিনেত্রীর। গোটা বিষয়টি স্পষ্ট ভাবে বুঝিয়ে দিয়েছেন তিনি।
তবে অসুস্থতাকে সঙ্গে নিয়েই কাজ করে চলেছেন সামান্থা। কয়েক ওটিটিতে মুক্তি পেয়েছে তার নতুন ওয়েব সিরিজ় ‘সিটাডেল: হানি বানি’। এ সপ্তাহে সেই সিরিজ়ের বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন সামান্থা। তার সাজগোজ সব সময়ই নজর কেড়ে নেয়। তবে এ দিন সামান্থার পোশাক নয়, নজর কেড়েছে নায়িকার ডান হাতের কব্জিতে সাপের মতো পেঁচিয়ে থাকা সোনালি রঙের ঘড়িটি। তার পর থেকেই ঘড়ির দাম নিয়ে শুরু হয়েছে চর্চা। সেই ঘড়ির দামে নাকি কেনা যাবে বিলাসবহুল গাড়ি।
সামান্থা যে শৌখিনী, তার প্রমাণ মেলে নায়িকার বেশভূষা, সাজগোজে। শুধু শৌখিনী বলা ভুল হবে, সামান্থা একই সঙ্গে সাজগোজ নিয়ে মারাত্মক খুঁতখুঁতেও। এমন মানুষের হাতেই এমন শৌখিন ঘড়ি মানায়, অনুরাগীদের তেমনটাই মত। ঘড়ি, কিন্তু দেখতে পুরোটাই ব্রেসলেটের মতো। দুই প্যাচের ছোট্ট ডায়াল সহ এই ঘড়িটি ‘বুগেরি’র। বিদেশি এই সংস্থার অন্যতম কালেকশন হল ‘সারপেন্টি টিউবোগাস ডবল স্পাইরাল’ নামক সামান্থার হাতের এই ঘড়িটি।
ঘড়ির প্যাঁচের অংশটি তৈরি হয়েছে ১৮ ক্যারেটের সোনা দিয়ে। আর ডায়ালে হিরা আর রূপা দিয়ে কুচির কাজ। দেখলেই চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। এমন হিরে-জহরত বসানো ঘড়ির দাম কত হতে পারে, তা নিয়ে একটি অস্পষ্ট ধারণা কমবেশি সকলেরই আছে। তবে সংস্থার ওয়েবসাইটে বলছে, এই ঘড়িটির দাম ৪৫ লাখ ৪৭ হাজার টাকা। সামান্থার এই ঘড়ির দামে কিনে ফেলা যাবে বিলাসবহুল গাড়ি!