সিগারের দাম বাড়ানোর পরিকল্পনা করছে ব্রাজিলের অর্থমন্ত্রণালয়। মূলত কিছু সেক্টর এবং পৌরসভার ছোট কোম্পানি থেকে ট্যাক্স আদায়ের জন্য এমন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সোমবার (২৭ মে) ব্রাজিলের সরকারি কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
বর্তমানে ব্রাজিলে ২০টি সিগারেট সম্বলিত একটি প্যাকেটের দাম ৫ ব্রাজিলিয়ান রিয়াল। কর্তৃপক্ষ বলছে সিগারেটের দাম বৃদ্ধি পেলে কর আদায়ের পরিমাণও বাড়বে।
দেশটির অর্থমন্ত্রণালয়ের নির্বাহী সেক্রেটারি দারিও দুরাগান বলেন, সিগারেটের দাম বাড়লেও করের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে না। তবে সিগারের নতুন দাম কত টাকা নির্ধারণ করা হবে সে সম্পর্কে তিনি কোনো তথ্য দেননি।
ব্রাজিলের অর্থমন্ত্রী ফার্নান্দো হাদ্দাদ বলেন, আমাদের কর আদায় বেড়েছে। সিগারেটের নতুন দাম নির্ধারনের প্রস্তাব চলতি সপ্তাহে পাসের জন্য কংগ্রেসে পাঠানো হবে।