ভারতের চণ্ডীগড়ে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সিনেভেসটার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল নামের উৎসবটি শুরু হচ্ছে ২৭ মার্চ থেকে, চলবে ৩১ মার্চ পর্যন্ত। ভারতের সিনেভেসচার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের (সিআইএফএফ) প্রথম সংস্করণের মোট ২০ টি প্রজেক্টের নাম প্রকাশ করা হয়েছে। এই তালিকায় রয়েছে বাংলাদেশের নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর রোমান্টিক চলচ্চিত্র ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’।
সিনেমাটির নাম থেকে অনেক দর্শক প্রথমেই মনে করেছিলেন যে, এটি আত্মজীবনীমূলক কোনো সিনেমা। কিন্তু এটি আসলে আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি নয়, প্রকৃতপক্ষে এটি হলো একটি স্মৃতিকথা বা মেমোয়্যার।
সিআইএফএফ-এর তালিকায় রইয়েছে ১৭ টি ফিচার ও তিনটি সিরিজ। এদের মধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিকভাবে ও দক্ষিণ এশিয়ায় প্রশংসা কুড়িয়েছে। তালিকায় আরও রয়েছে ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’, ‘দ্য ফোর্থ ডিরেকশন ইত্যাদি। আর সিরিজের মধ্যে অন্যতম হিস্টোরিক্যাল থ্রিলার ‘দ্য ট্রায়াল’।
ফারুকীর সিনেমার নামটি আমাদের দেশে নতুন হলেও বিশ্বচলচ্চিত্রে এই নাম নতুন নয়। প্রখ্যাত জাপানি চলচ্চিত্র পরিচালক,’সেভেন সামুরাই’–এর নির্মাতা অস্কারজয়ী আকিরা কুরোসাওয়ার আত্মজীবনীমূলক বই ‘জিদেন নো অও মোনো’–এর ইংরেজি নাম হলো ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি।
ফারুকী সাহেবের সিনেমার নামের সঙ্গে আকিরার বইয়ের নামে হুবহু মিল লক্ষ করা যায়। হতে পারে, ফারুকী চলচ্চিত্রকার আকিরার আত্মজীবনীর নাম থেকে অনুপ্রাণিত হয়েই সিনেমার নাম ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ রেখেছেন।