জাপানের সুজুকি বাজারে নতুন স্পোর্টস বাইক আনল। এটি জিএসএক্স সিরিজের বাইক। মডেল সুজুকি জিএসএক্স ৮আর। ইতালির মিলান শহরে অনুষ্ঠিত ইআইসিএমএ ২০২৩ এর আসরে এই বাইকটি প্রদর্শন করে সুজুকি।
এই স্পোর্টস বাইকের আসার ফলে ইয়ামাহার ওপর চাপ বাড়ল। কেননা, এই সেগমেন্টে ইয়ামাহা আর৭ বেশ জনপ্রিয়।মিডেল ওয়েট সেগমেন্টে স্ট্রিট নেকেড মোটরসাইকেল রূপে আসতে চলেছে এই জিএসএক্স। নতুন বাইকে আন্ডারবেলি এক্সহস্ট, স্প্লিট সিট, ক্লিপ-অন-বার-সহ একাধিক নতুন বৈশিষ্ট্য যোগ হয়েছে।
স্পোর্টস বাইকের সামনে রয়েছে আপসাইড ডাউন ফর্ক এবং মনোশক সাসপেনশন। এছাড়াও দুই চাকাতে মিলবে ডিস্ক ব্রেক সঙ্গে ১৭ ইঞ্চি হুইল, এলইডি লাইটিং, রাইড-বাই-ওয়্যার, লো আরপিএম অ্যাসিস্ট, ট্র্যাকশন কন্ট্রোল, বাই-ডাইরেকশনাল কুইকশিফটার, রাইডমোড এবং অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।
ইঞ্জিনের ক্ষেত্রে থাকছে ৭৭৬ সিসি প্যারালাল টুইন লিকুইড কুলড ইঞ্জিন। যা সর্বোচ্চ ৮০ হর্সপাওয়ার শক্তি এবং ৭৮ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে ৬ স্পিড গিয়ারবক্স।
এই মুহুর্তে একাধিক মোটরসাইকেল এবং স্কুটার বিক্রি করে সুজুকি। ঝুলিতে যেমন প্রিমিয়াম বাইক রয়েছে তেমনই আছে কম দামী স্কুটি। গ্রাহকদের কাছে একাধিক বিকল্প হাজির রেখেছে সংস্থা।