আপনি যদি স্মার্টফোন ব্যবহার করেন তবে খেয়াল করলে দেখবেন রিয়ার ক্যামেরার বাম পাশে থাকে। সকল ফোনের রিয়ার ক্যামেরা মডিউল এভাবে ডিজানই করা হয়। হোক সেটা অ্যাপলের আইফোন কিংবা অ্যানড্রয়েড ফোন। তবে ফন্ট ক্যামেরা সাধারণ ডিসপ্লের ওপরের অংশ মাঝখানে থাকে।
cameraসময়ের সাথে পাল্লা দিয়ে বর্তমানে স্মার্টফোনগুলি বেশ আপডেট হয়েছে। তবে স্মার্টফোন কেবল কথা বলার জন্যই ব্যবহার হয় না, অনেক গুরুত্বপূর্ণ কাজও হয় স্মার্টফোনের মাধ্যমে। এর পাশাপাশি স্মার্টফোন একটি বিনোদনের মাধ্যম হয়ে উঠেছে। তবে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আজকাল স্মার্টফোনে ক্যামেরা বাম দিকে থাকে। কখনও ভেবেছেন এমনটা হওয়ার কারণ কি?
জানিয়ে রাখি, শুরুতে যেসব স্মার্টফোন তৈরি হতো তার বেশিরভাগ ক্যামেরা মাঝখানে দেয়া হলেও তা পরবর্তী সময়ে ধীরে ধীরে বাম পাশে স্থানান্তরিত হয়। এটি প্রথম আইফোন দ্বারা শুরু হয়েছিল। এরপর অন্যান্য মোবাইল কোম্পানিগুলো তাদের ক্যামেরা পাশে দিতে শুরু করে।
cameraআসলে স্মার্টফোনের পাশে ক্যামেরা থাকার পেছনের কারণ মোবাইলের ডিজাইন নয় বরং অন্য কিছু। অধিকাংশ মানুষই তাদের বাম হাতে মোবাইল রেখে চালায়, এমন পরিস্থিতিতে বাম পাশের ক্যামেরা দিয়ে ছবি তোলা বা ভিডিও করা সহজ হয়।
এছাড়া আরেকটি কারণ রয়েছে যখন আমরা ক্যামেরা ঘুরিয়ে ল্যান্ডস্কেপ করি তখন মোবাইলের ক্যামেরা উপরের দিকে উঠে আসে, কিন্তু ডান পাশে থাকলে তাতে আমাদের সমস্যা হতো। এইভাবে আমরা সহজেই ল্যান্ডস্কেপ ছবি তুলতে পারি। আর এই কারণে আজকাল বেশিরভাগ স্মার্টফোনের ক্যামেরা বাম পাশে থাকে।