ক্রমশ জনপ্রিয় হচ্ছে স্মার্টফোনে ‘ফেস-আনলক’ ফিচার। বেশি দামের প্রায় সব ফোনেই এখন থাকছে এই ফিচার। এবার বাজেট ফোনেও আসতে শুরু করেছে নতুন এই সিকিউরিটি ফিচার।
কিছু স্মার্টফোন কোম্পানি নতুন ভেরিয়েন্টে শুরু করেছে এই ফিচার আবার কিছু কোম্পানি তাদের পুরনো ফোনে শুরু করেছে OTA আপডেটের মাধ্যমে এই ফিচার চালু করা।
VOOMI i1এ এলো ফেস আনলক ভারতের স্মার্টফোন বাজারে অন্যতম নতুন কোম্পানি iVOOMI। তাদের নতুন iVOOMI i1 এ র্যেছে ফেস আনলক আর ৫.৪৫ ইঞ্চিফুল স্ক্রিন HD ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। এছাড়াও রয়েছে রিয়ার ডুয়াল ক্যামেরা সেট-আপ।
এছাড়াও iVOOMI i1 এর পিছনে রয়েছে ওয়ান টাচ ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। 3GB RAM ও 32GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন iVOOMI i1। এছাড়াও মাইক্রো এস-ডি কার্ডের সাহায্যে ফোনের মেমোরি 128GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। ফোনের ব্যাটারি 3000mAh।
কত দাম? কোথায় পাবেন? ফ্লিপকার্টে iVOOMI i1 এর দাম ৭,৪৯৯ টাকা। যদিও জিও ফুটবল অফারে আপনি পেয়ে যাবেন ২২০০ টাকার ইন্সট্যান্ট ক্যাশব্যাক। এছাড়াও ৩১ মার্চের আগে এই ফোন কিনলে আপনি কোম্পানির তরফে পাবেন ২ বছরের ওয়ারেন্টি।
iVOOMI i1S এ কিভাবে এনেবেল করবেন ফেস আনলক ফিচার? iVOOMI i1S এ ইনফ্রারেড ক্যামেরার বদলে সেলফি ক্যামেরা দিয়ে কাজ করে ফেস আনলক ফিচার। নিচে দেখে নিন কিভাবে এনেবেল করবেন এই ফিচার,
১। সেটিংস এ যান।
২। সিকিউরিটি ও পাসওয়ার্ডে ট্যাপ করুন।
৩। ফেস আনলক সিলেক্ট করুন। এখানে আপনার পিন বা পাসওয়ার্ড দিতে বলবে।
৪। অ্যাড ফেস ডাটা -য় ট্যাপ করুন।
৫। এবার বক্সে নিজের মুখ অ্যালাইন করুন।
৬। এবার ফিনিশে ট্যাপ করুন।
সবশেষে এনেবেল করুন ফেস আনলক ফিচার এনেবেল করুন।