হাতে হাতে ঘুরছে স্মার্টফোন। নানা কাজে এখন ব্যবহৃত হচ্ছে এই ফোন। তাই আপনার সাধের ফোনটির সুরক্ষিত রাখতে প্রয়োজন বাড়তি যত্ন। বিশেষ করে নিয়মিত ফোনের টাচস্ক্রিন যত্ন নিতে হবে। এতে ফোন দীর্ঘদিন সচল থাকবে। তেমনি সেবাও মিলবে ভালো। স্মার্টফোনের টাচস্ক্রিন স্পর্শের মাধ্যমে কাজ করে বলে কিছু সতর্কতা অবলম্বন করে ব্যবহার করতে হবে। সামান্য কারনেও টাচ স্ক্রিনের অনেক ক্ষতি হয়ে যায়। জেনে নিন কীভাবে ফোনের টাচস্ক্রিনের যত্ন নেবেন।
টাচস্ক্রিন ফোনে টাচ সিস্টেমটি নষ্ট হওয়ার অন্যতম কারণ হচ্ছে, টাচে জোরে চাপ দিয়ে কাজ করা। যা কখনো উচিত নয় ।
টাচস্ক্রিন মোবাইলের স্ক্রিনে পানি/ঘাম/তেল পড়লে এর টাচ এর কর্ম ক্ষমতা নষ্ট হয়ে যায় । আর মোবাইল জোরে ঝাঁকাবেন না ।
ধুলোবালিতে ফোন রাখলে টাচ এর স্পর্শকাতরতা কমে যায় । এতে এক পর্যায়ে টাচ স্থায়ীভাবে নষ্ট হয়ে যায় ।
রোদে/অতিরিক্ত তাপে ফোন ব্যবহার করলে টাচ এর মারাত্মক ক্ষতি হয় । মোবাইলের টাচ কে রক্ষা করার জন্য পাতলা স্ক্রিনপেপার ব্যবহার করতে পারবেন । কেননা, স্ক্রিনপেপার ব্যবহারে টাচ এ সহজে দাগ ও ময়লা পড়ে না।
টাচ পরিস্কার করার জন্য সাবান,পানি কিংবা কোনো ধরণের দ্রবণ ব্যবহার করা যাবে না । পরিস্কার করার জন্য নরম কাপড় বা টিস্যু ব্যবহার করতে হবে । টাচ পরিস্কার করার সময় অবশ্যই মোবাইল ফোন বন্ধ করে পরিস্কার করতে হবে ।
মোবাইল যেন হাত থেকে পড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। কেননা, এতে আপনার টাচস্ক্রিন ফেটে যেতে পারে ।
ফোনের পর্দায় পানি পড়লে সাথে সাথে ফোনটি বন্ধ করে ব্যাটারি খুলে ফেলুন। ভেজা অবস্থায় ফোন চালু করতে যাবেন না ।
এক নজরে দেখে নেওয়া যাক, স্মার্টফোনের স্ক্রিন পরিষ্কার করার উপায়–
তবে কাজ শুরুর আগে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। যেমন- প্রথমেই ফোনটি সুইচ অফ করুন। কারণ ফোনের সুইচ অন করে এই কাজ একদমই করবেন না। ফোন চার্জিংয়ের সময় স্ক্র্যাচ ক্লিনিংয়ের উপাদানগুলো ব্যবহার করবেন না। স্ক্র্যাচ স্ক্রিন প্রটেক্টরে রয়েছে নাকি মূল ডিসপ্লেতে রয়েছে তা বুঝতে হবে। কারণ যদি স্ক্রিন প্রটেক্টরে স্ক্র্যাচ তৈরি হয় তবে স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করাই ভালো। কোনও খসখসে কাগজ বা কাপড় ব্যবহার করা যাবে না। তুলা বা অত্যন্ত মসৃণ কাপড় ব্যবহার করতে পারেন। কোনও লিকুইড ব্যবহার করবেন না। এতে ফোন নষ্ট হতে পারে।
টুথপেস্ট
টুথপেস্টের মাধ্যমে আপনার ফোনের স্ক্যাচ দূর করতে পারবেন। টুথপেস্ট নিয়ে কাপড়ে লাগিয়ে দিন। এবং তা দিয়ে স্ক্র্যাচের জায়গায় আস্তে আস্তে কিছুক্ষণ ঘষুণ। ডিসপ্লেতে ধীরে ধীরে ঘষতে হবে। তাহলেই স্ক্র্যাচ উঠে যাবে।
বেকিং সোডা
বেকিং সোডা অন্যতম ভালো উপাদান। যা ব্যবহার করে আপনি কয়েক মুহূর্তে ফোনের স্ক্রিন থেকে স্ক্র্যাচ দূর করতে পারবেন। বেকিং সোডা এবং পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করতে হবে। এবং সেটি ফোনের স্ক্র্যাচের জায়গায় লাগিয়ে রাখুন। এবং কিছুক্ষণ লাগিয়ে রাখার পর তা কাপড় দিয়ে মুছে দিন।
ম্য়াজিক ইরেজার
ম্য়াজিক ইরেজার ব্যবহার করে ফোনের স্ক্র্যাচ দূর করতে পারবেন। তবে খুব অল্প স্ক্র্যাচ হলে তবেই এটি কার্যকর হবে।ফোনের স্ক্রিন থেকে স্ক্র্যাচ দূর করার জন্য রয়েছে বেশ কয়েকটি উপায়। কিন্তু যে কোনও উপায়ে স্ক্র্যাচ দূর করলে হবে না। এর জন্য প্রথমে নিজের ফোনের মডেল গুগলে সার্চ করুন। সেখান থেকে জেনে নিন আপনার ফোন স্ক্রিনে কী কী উপাদান ব্যবহার করতে পারবেন না।
শিরিষ কাগজ
শিরিষ কাগজ ব্যবহার করা হয় কোনোকিছু মসৃণ করার জন্য। কিন্তু হাত থেকে পরে বা ঘষা লেগে হওয়া দাগের শিরিষ সিরিজ কাগজ তেমন কাজে আসবে না। উল্টে আঁচড় দূর করার কাজে ব্যবহার করতে গিয়ে আরও বেশি পরিমাণ আঁচড় ফেলার ঝুঁকি বেশি থাকে। তবে হাত থেকে পড়ে কোথাও ধারালো হয়ে গেলে বা, দাগের ধরণটা সাধারণ না হলে শিরিষ কাগজ বেশ উপকারী।
https://bangla-bnb.saturnwp.link/shakib-rafir-toffan/
বেবি পাউডার
বেবি পাউডারের ব্যবহার ঐ বেকিং সোডার মতোই। একইভাবে পেষ্ট তৈরি করে স্ক্র্যাচের ওপর প্রয়োগ করতে হবে। তবে বেবি পাউডার ব্যবহারেও একই পরিমাণ সতর্কতা অবলম্বন করতে হবে। কোনোভাবে পানি বা পেষ্ট যেন আপনার স্মার্টফোনের ভেতরের অংশে না পৌঁছাতে পারে, সেদিকে খেয়াল রাখুন।
এসব নিয়ম মেনে চললে টাচ সিস্টেম দীর্ঘদিন টেকসই হবে।