কয়েক দিন আগেই বিপিএলের মান নিয়ে প্রশ্ন তুলেছেন টাইগার হেড কোচ। এই সময় বিপিএলকে সার্কাসের সঙ্গে তুলনা করেন তিনি। যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। তার এমন মন্তব্য ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই হাথুরুর বক্তব্যের তদন্ত করতে মিটিংয়ে বসছে বিসিবি।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিপিএলের ম্যাচ দেখতে আসেন বিসিবি বস এবং ক্রীড়া প্রতিমন্ত্রী নাজমুল হাসান পাপন। ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় হাথুরুসিংহের বিস্ফোরক মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে পাপন বলেন, যদি সে এটা বলে থাকে, তাহলে মেনে নেওয়ার তো প্রশ্নই আসে না।
‘আমি যখন প্রথম ম্যাচটি দেখতে আসি, তখন আমাকে প্রথমে কয়েকটি গণমাধ্যমের রিপোর্ট দেখানো হয়। তার আগে পর্যন্ত আমি কিছুই জানতাম না। কারণ, কালকে সারাদিন আমি ব্যস্ত ছিলাম এবং শবেবরাত ছিল তাই দেখার সুযোগ হয়নি। আমি রিপোর্টগুলো দেখার পর আসল রিপোর্ট বা রেকর্ড চেয়েছিলাম, ওটা হাতে পেয়েছি।
তিনি বলেন, মূল রিপোর্টটা বাসায় গিয়ে দেখবো। দেখবো যে কোন প্রশ্নের জবাবে কি বলেছে। তবে যদি এমন কিছু বলে থাকে, যা আমাদের দেশের মান ছোট হয়। তাহলে মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাই রিপোর্ট না দেখে মন্তব্য করাটা ঠিক হবে না।
যদি গণমাধ্যমে রিপোর্টগুলো সত্যি হয় তাহলে কি ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নও ছুটে যায় বিসিবি সভাপতি কাছে। জবাবে তিনি বলেন, আমি রাতে রিপোর্টটা দেখব। মঙ্গলবার কোনো ম্যাচ নাই। দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচের আগেই আমরা চলে এসে মিটিংয়ে বসবো। তারপর আমরা আলোচনা করে, আমাদের প্রতিক্রিয়া জানাতে পারব।
ছুটি শেষ করে ঢাকায় ফিরেই জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বিপিএল নিয়ে রীতিমতো ক্ষোভ ঝেড়েছেন টাইগার হেড কোচ হাথুরুসিংহে।
বাংলাদেশ কেন টি-টোয়েন্টিতে বিশ্বমানের দল হতে পারছে না? কোচ হিসেবে কেমন মাইন্ডসেট তৈরি করার চেষ্টা করছেন? এমন প্রশ্নের জবাবে হাথুরু বলেন, উপায় নেই তো! আমাদের একটা সঠিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। শুনতে খারাপ লাগবে, কিন্তু মাঝে মাঝে বিপিএল দেখতে গিয়ে আমি টিভি বন্ধ করে দেই। কিছু খেলোয়াড় তো কোনো ক্লাসেরই না।
বিপিএলে ভালো মানের বিদেশি খেলোয়াড় আসছেন কম। যারাও আসছেন, পুরো টুর্নামেন্ট খেলছেন না। যার যখন ইচ্ছে হুট করে চলে যাচ্ছেন আরেক টুর্নামেন্টে। খেলোয়াড়দের আসা-যাওয়ার মধ্যেই দল সাজাতে হচ্ছে। ফলে স্থিতিশীলতা থাকছে না টুর্নামেন্টের।
হাথুরু বিপিএলের ওপর আইসিসিকে হস্তক্ষেপ করার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের বোর্ডেরও উচিত, এই বিষয়ে কিছু করা। অবশ্যই কিছু নিয়ম থাকতে হবে। একজন খেলোয়াড় একটা টুর্নামেন্ট খেলছে, পরে আরেকটা খেলছে। এটা সার্কাসের মতো। খেলোয়াড়েরা তাদের সুযোগের কথা বলবে, কিন্তু এটা ঠিক নয়। মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে, আমি আগ্রহ হারিয়েছি।