দুরন্ত মোটরসাইকেল নিয়ে বাজারে আসছে হিরো মটোকর্প। TVS Raider 125-কে টেক্কা দিতে আসতে চলেছে Hero Xtreme 125R। যেই বাইক নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়ে গিয়েছে। তরুণদের কাছে বেশ পরিচিত নাম এক্সট্রিম সিরিজের মোটরসাইকেল। কারণ এই সিরিজে দুটি বাইক ইতিমধ্যে লঞ্চ করেছে হিরো।
Hero Xtreme 160R এবং Xtreme 200s 4V বহুদিন ধরেই বাজারে বিক্রি হচ্ছে, এবার সেই তালিকায় শীঘ্রই যোগ হতে চলেছে Hero Xtreme 125R, ইতিমধ্যে বাইকের একাধিক তথ্য ফাঁস হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়, কমিউটার বাইক চালকদের কাছেও বেশ জনপ্রিয় এক্সট্রিম সিরিজের বাইক।
জানা গিয়েছে, বাইকে মিলবে ফুল LED হেডল্যাম্প এবং LED টার্ন ইন্ডিকেটর। স্প্লিট সিট সেটআপের সঙ্গে পাওয়া যাবে এই বাইক। ইঞ্জিনের ক্ষেত্রে মিলবে 125 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ 12 হর্সপাওয়ার এবং 11 এনএম টর্ক উত্পন্ন করতে সক্ষম। সঙ্গে 5 স্পিড গিয়ারবক্স।
বাইকের সাসপেনশন মিলবে টেলিস্কপিক ফ্রন্ট ফর্ক এবং মনোশক। দু চাকাতেই মিলবে ডিস্ক ব্রেক সঙ্গে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। যদিও ড্রাম-ডিস্ক ব্রেকের বিকল্প থাকবে বলে মনে করা হচ্ছে। এই মুহুর্তে কমিউটার সেগমেন্টের বাইকের মধ্যে স্পোর্টস লুক টু হুইলার খুব কমই রয়েছে।
সেই হাতে গোনা বিকল্পে চমক দিতে আসছে হিরো এক্সট্রিম 125R। বাইকের ইঞ্জিন ও ফিচার্সের পাশাপাশি তার দামের উপরও নজর থাকবে সবার। এক রিপোর্ট অনুযায়ী, বাইকটি 23 জানুয়ারি অর্থাৎ আগামীকাল লঞ্চ হতে পারে।
আপনাদের জানিয়ে রাখি, আগামীকাল নতুন 440 সিসির মোটরসাইকেল হিরো ম্যাভরিক লঞ্চ করতে চলেছে সংস্থা। যেখানে শক্তিশালী ইঞ্জিনের সঙ্গে থাকবে রোডস্টার ডিজাইন। দাম থাকতে পারে 2 লাখ টাকার মধ্যে।
অন্যদিকে আসন্ন হিরো এক্সট্রিম 125R দাম থাকতে পারে 2 লাখ টাকার আশেপাশে। কারণ এই বাইক টেক্কা দেবে TVS Raider 125-কে। বাজারে যার দাম 95,000 টাকা (এক্স-শোরুম)। তাই আশা করা হচ্ছে এই বাইকের দামও বাজেটের মধ্যে থাকবে।
উল্লেখ্য বিষয় হল, আগামী কয়েক মাসে একাধিক নতুন বাইক ও স্কুটার লঞ্চ করার পরিকল্পনা রয়েছে হিরো মটোকর্পের। যার মধ্যে রয়েছে দুটি মোটরসাইকেল এবং দুটি স্কুটার। মোটরসাইকেল হল – Hero Xtreme 125R এবং Hero Mavrick 440। আর স্কুটার হল – Hero Xoom 160 এবং Xoom 125।