সাম্প্রতিক সময়ে রানের বন্যা বয়ে চলেছে যশস্বী জয়সওয়ালের ব্যাটে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ইতোমধ্যে হাঁকিয়েছেন দুটি ডাবল সেঞ্চুরি। চলতি সিরিজে তার রান ৬৫৫।
ইংলিশদের বিপক্ষে সিরিজে আরও একটি টেস্ট ম্যাচ বাকি। জয়সওয়ালের সামনে উঁকি দিচ্ছে নতুন এক রেকর্ডের হাতছানি। আর মাত্র ৪৫ রান করতে পারলেই এককভাবে কোনো ভারতীয় ব্যাটার হিসেবে সিরিজে ৭০০ রানের মাইলফলকে পৌঁছাবেন তিনি।
ধরমশালায় সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে একক ভারতীয় ব্যাটার হিসেবে এই রেকর্ড ভাঙা জয়সওয়ালের পক্ষে সম্ভব হবে বলে বাজি ধরছেন অনেকে। বাজিতে তার পক্ষে নেয়ার কারণ, জয়সওয়ালের সাম্প্রতিক পারফরম্যান্স ও ব্যাটের রান ফোয়ারা।
এদিকে, ইংল্যান্ডের বিপক্ষে কোনো ভারতীয় ব্যাটার হিসেবে একটি টেস্ট সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় যৌথভাবে নাম লিখিয়েছেন জয়সওয়াল। এ তালিকায় তার সঙ্গী ভিরাট কোহলি। উল্লেখ্য, ২০১৬ সালে চার ম্যাচের সিরিজ খেলে ৬৫৫ রান করেছিলেন ভিরাট কোহলি।