বিজয় হাজরা ট্রফিতে করুণ নায়ার যেন আউট হতেই ভুলে গিয়েছিলেন। ফাইনালের আগে ৭ ইনিংসে মাত্র একবার আউট হয়েছিলেন। সেটাও সেঞ্চুরির পর। ফলে ফাইনালে ২৭ রান করে আউট হওয়ায় আলোচনায় এই ব্যাটার।
৫০ ওভারের ম্যাচের এই টুর্নামেন্টের ফাইনালে গতকাল শনিবার কর্নাটকের বিপক্ষে ২৭ রান করেন করুণ। তিনি রান না পাওয়ায় হেরেছে তার দলও। কর্নাটকের কাছে ৩৬ রানে হেরেছে তার দল বিদার্ভা।
ফাইনালের আগে ৭ ম্যাচে ৫ সেঞ্চুরি ও ১টি ফিফটিতে করুণের রান ছিল ৭৫২। স্রেফ একটি ইনিংসে আউট হওয়ায় তার গড়ও ছিল ৭৫২। তবে ফাইনালে ব্যর্থ হওয়ায় টুর্নামেন্টে তার ব্যাটিং গড় ৭৫২ থেকে নেমে হয়ে গেল ৩৮৯.৫০।
গত বছরের ২৩ ডিসেম্বর জম্মু ও কাশ্মীরের বিপক্ষে টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন নায়ার। সেই ম্যাচে ১১২ রানের অপরাজিত ছিলেন তিনি। পরের ম্যাচ ছিল ছত্তিশগড়ের বিপক্ষে। মাত্র ৮১ রানের লক্ষ্য তাড়ায় অপরাজিত থাকেন ৪৪ রানে।
পরের ম্যাচেই আবার বিধংসী হয়ে উঠেন নায়ার। চণ্ডীগড়ের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন তিনি। এই ম্যাচে অপরাজিত ছিলেন ১৬৩ রান করে। তার এমন ব্যাটিংয়ে ৩১৬ রান ৪৮ ওভারের মধ্যে তাড়া করে জিতে যায় বিদর্ভ।
এরপর তামিলনাড়ুর বিপক্ষেও সেঞ্চুরি পেয়েছেন তিনি। এদিন ১১১ রানের ইনিংস খেলেন নায়ার। টুর্নামেন্টে প্রথম আউট হন তিনি উত্তরপ্রদেশের বিপক্ষে। সেদিন ১০১ বলে ১১২ রান করেন।
এরপর মিজোরামের বিপক্ষে ৭৩ রান তাড়ায় তাকে ব্যাটিংয়ে নামতে হয়নি। পরের ম্যাচে আবার অফরাজিত থাকেন ৮২ বলে ১২২ রান করে। সেমি-ফাইনালে তিনি ব্যাটিংয়ে নামার সুযোগ পান ৩৫তম ওভারে। সেখান থেকে সেঞ্চুরি করতে না পারলেও বিধ্বংসী ব্যাটিংয়ে অপরাজিত থাকেন ৬৪ বলে ৮৮ রান করে। আর ফাইনালে আউট হলেন ২৭ রান করে।
১২৪.০১ স্ট্রাইক রেটে ৭৭৯ রান করে ম্যান অব দা টুর্নামেন্ট হয়েছেন তিনিই। এই আসরেই ৫০ ওভারের স্বীকৃত ক্রিকেটে আউট না হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েছেন এই ভারতীয় ব্যাটার। পঞ্চম ম্যাচে আউট হওয়ার আগে পর্যন্ত চার সেঞ্চুরিতে করেন মোট ৫৪২ রান।