বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মাত্র এক মিনিট চার্জ দিলে ১ কিলোমিটার মাইলেজ অতিক্রম করতে সক্ষম এমন গাড়ির কথা শুনলে যে কেউ কিনতে চাইবেন। কিন্তু অবাক এটিই সত্যি। কারণ চলতি মাস থেকে এই গাড়ি ভারতের বাজারে আসতে চলেছে। মাত্র দুই ঘন্টায় ৮০ শতাংশ চার্জ হতে সক্ষম এই গাড়ি। এই চার্জে একজন চালক তিনি ১৮৭ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সক্ষম হবেন, এমনই দাবি সংস্থার।
ভারতীয় বাজারে সকলকে চমকে দেওয়া এই গাড়ির নাম Oben Rorr। বাইকটিতো রয়েছে দুর্দান্ত ডিজাইন ও পারফরম্যান্স। আর এই কারণে সকলের কাছে পরিচিত হয়ে উঠেছে গাড়িটি। সংস্থা জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে এটির বুকিং শুরু করবে বলেও জানা গিয়েছে।
এটির দাম জানা গিয়েছে ১.৪৯ লক্ষ টাকা। যা রয়্যাল এনফিল্ড হান্টারের থেকে অনেক কম। তবে আপনি যদি একবারে সম্পূর্ণ অর্থ না দিতে পারেন তবে তাট জন্য আপনি ডাউন পেমেন্ট করতে পারবেন।
৩০,০০০ টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে আপনি এটি কিনতে পারবেন। এরপর প্রতি মাসে ৫,৫০০ টাকা ইএমআই-এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন সম্পূর্ণ টাকা। এই বাইকটি প্রতি ঘন্টায় ১০০ কিমি পথ অতিক্রম করতে পারে। সাধারণ অবস্থা থেকে ৪০ কিমি বেগ তুলতে পারে মাত্র ৩ সেকেন্ড সময়ে। এটিতে ব্যাটারি দেওয়া হয়েছে ৪.৪ kwh। সম্পূর্ণ চার্জ ২ ঘন্টার মধ্যে হওয়ার পর এটি ১৮৭ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম হয়।
বাইকের ব্যাটারিকে ধুলো, বালি থেকে নিরাপদ রাখতে এটিতে রয়েছে লিথিয়াম ফসফেট ব্যাটারি। বাইকটির দু’টি চাকায় রয়েছে ডিস্ক ব্রেক। এটির ব্রেক হর্সপাওয়ার ১২.৩। এছাড়া এতে রয়েছে ইনস্ট্রুমেন্ট কনসোল এবং LED লাইটিং। এটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২৩০ মিলিমিটার। গাড়িটি ইতিমধ্যে ২১,০০০ বুকিং সম্পন্ন করেছে।