ব্রডব্যান্ড নেওয়ার প্ল্যান থাকলে এই পরিষেবা সম্পর্কে জেনে নিন। যেখানে 300Mbps স্পিডে পাওয়া যাবে 4000GB ডেটা। সঙ্গে মিলবে 7টি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন এবং ফ্রি কলিং।
ভাবছেন কোন প্ল্যানে এত কিছু সুবিধা পাওয়া যাবে? প্রতিদিনের কাজ মেটাতে ডেটার দরকার সবারই। পাশাপাশি মনোরঞ্জনের জন্য ওটিটি থাকলে মন্দ হয় ন। এই ব্রডব্যান্ড প্ল্যানে এই সমস্ত সুবিধা পাবেন।
প্রতিদিন কাজের জন্য ব্রডব্যান্ড প্ল্যান বর্তমানে খুব জরুরি হয়ে উঠেছে। অফিস হোক বা নেট সার্ফিং সব ক্ষেত্রেই চাই হাই-স্পিড ইন্টারনেট। আর এই সকল চাহিদা মেটাতে পারবে ভারত ফাইবার ব্রডব্যান্ড প্ল্যান। যেখানে ইন্টারনেট স্পিডের সঙ্গে পাবেন অনেক ডেটা। পাশাপাশি থাকছে আনলিমিটেড কল এবং 7টি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন সম্পূর্ণ ফ্রি।
3 মাস একদম বিনামূল্যে এই পরিষেবা পাবেন। কোম্পানির তরফ থেকে আরও 3 মাস ভ্যালিডিটি বাড়ানোর সুযোগও রয়েছে। বাড়ি হোক অথবা অফিস সব জায়গাতেই ব্যবহার করতে পারবেন এই ব্রডব্যান্ড। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
এই সুবিধা দিচ্ছে টেলিকম সংস্থা বিএসএনএল। সংস্থার ভারত ফাইবার পরিষেবার নতুন প্ল্যান ফাইবার আল্ট্রা ওটিটি। এই প্ল্যানে 300Mbps স্পিড রয়েছে। মিলবে 4000GB ডেটা, প্রতিদিনের ডেটা লিমিট শেষ হয়ে গেলে স্পিড কমে আসবে 15Mbps-এ।
এই প্ল্যানে মিলবে আনলিমিটেড কলিং (লোকাল ও STD) এবং ফ্রি ল্যান্ডলাইন কানেকশন। প্ল্যানের অধীন মোট 7টি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এগুলি হল – Hotstar, Lions Gate, Shemaroo, Hungama, SonyLIV, Zee5 এবংYupp TV।
বর্তমান সময়ে ইন্টারনেট ব্যবহারের সঙ্গে বেড়েছে ওটিটি ব্যবহারের প্রবণতা। কিন্তু, একটা একটা করে প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নিলে অনেক টাকা খরচ হয়ে যেতে পারে। যে কারণে টেলিকম সংস্থাগুলি এই ধরনের বান্ডেল প্ল্যানের সঙ্গে ফ্রি ওটিটি সুবিধা দিয়ে থাকে।
3 মাস বিনামূল্যে ব্যবহার করার জন্য দীর্ঘ মেয়াদের জন্য এটি কিনতে হবে। ভারত ফাইবার আল্ট্রা ওটিটি প্ল্যানের দাম শুরু 1,799 টাকা থেকে। এছাড়াও ব্যবহারকারী 6 মাস, 12 মাস এবং 24 মাসের প্ল্যানও বেছে নিতে পারেন।
6 মাসের জন্য খরচ রয়েছে 9,895 টাকা। এই প্ল্যানে কোনও অতিরিক্ত ভ্যালিডিটি পাবেন না। 12 মাসের জন্য খরচ 21,588 টাকা, যেখানে 1 মাস ফ্রি ভ্যালিডিটি পাওয়া যাবে। আর 24 মাসের প্ল্যানের দাম 43,176 টাকা। এই প্ল্যানে 3 মাস ফ্রি ভ্যালিডিটি পাওয়া যাবে।
উল্লেখ্য, এই ব্রডব্যান্ড প্ল্যানে কোনও ট্যাক্স যোগ করা হয়নি। ট্যাক্স যোগ করে তবেই ফাইনাল বিল তৈরি হবে। ব্রডব্যান্ড প্ল্যান সম্পর্কে বিশদে জানতে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট অথবা বিএসএনএল স্টোরে যোগাযোগ করতে পারেন।