এগিয়ে চলছে বিশ্ব ইজতেমার প্রস্তুতি। রাজধানীর সন্নিকটে টঙ্গীর কহর দরিয়খ্যাত তুরাগ নদের তীরে আগামী ৩১ জানুায়ারি শুরু হবে বিশ্ব তাবলীগ জামাতের বার্ষিক মহাসম্মেলন।
শুক্রবার শুরু হয়ে আগামী ২ ফেব্রুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব-ইজতেমার প্রথম পর্ব। প্রথম পর্বের আয়োজন করবেন তাবলীগ জামাত শুরায়ী নেজাম।
এর পর ৪ দিন বিরতি দিয়ে ৭-৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের আয়োজন করার কথা রয়েছে সা’দ অনুসারীদের।
অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমার সকল প্রস্তুতি এগিয়ে চলছে। এ উপলক্ষে পুরো ময়দানে তাবলিগ জামাতের অনুসারী সদস্য, মাদ্রাসা ছাত্র-শিক্ষক ও সাধারণ মুসল্লিরা দূর থেকে এসে প্রতিদিন দলে দলে স্বেচ্ছা শ্রম দিয়ে যাচ্ছেন। কেউ কেউ মাটি কাটা, খুঁটি গাথা, ময়লা আবর্জনা পরিস্কার, বাঁশ ও সুবিশাল চটের শামিয়ানা তৈরির যাবতীয় কাজ করছেন।
তুরাগ নদের তীরবর্তী ১৬০ একর জমি বিস্তৃত ইজতেমা ময়দান প্রস্তুতের কাজ দ্রুত এগিয়ে চলছে। দেশ বিদেশি আগত মুসল্লিদের জন্য উত্তর পশ্চিমে তৈরি হয়েছে বয়ান মঞ্চ। বয়ান মঞ্চের পশ্চিম পাশে বিদেশি মেহমানদের থাকার ব্যবস্থা। মুসল্লিদের পারাপারে তুরাগ নদের উপর সেনাবাহিনী কর্তৃক নির্মিত হচ্ছে ভাসমান ব্রিজ।
এ বিষয়ে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, দ্রুত এগিয়ে চলছে বিশ্ব ইজতেমার সকল প্রস্তুতি। এবার দেরিতে হলেও মাঠ প্রস্তুতির কাজ যথাসময়েই সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের, উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, পূর্বের ঘোষণা অনুযায়ী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের আয়োজকরা ময়দানের প্রস্তুতির কাজ করছেন। ইজতেমাকে সামনে রেখে মুসল্লিদের নিরাপত্তায় কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনী।
এ ব্যাপারে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, নির্ধারিত সময়েই এবারের ইজতেমা অনুষ্ঠিত হবে। আগত মুসল্লিদের সেবায় ওয়াচ টাওয়ার, সিটিটিভি স্থাপন, প্যান্ডেল, বর্জ্য অপসারন, মশক নিধন, পানি, বিদুৎসহ যাবতীয় কাজ এগিয়ে চলছে। ময়দানের আশপাশ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে। দেশ বিদেশি মেহমানদের নিরাপত্তাসহ তাদের ইজতেমা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।