ওপ্পো তাদের F-সিরিজের পরিধি আরও বাড়িয়ে নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। ব্র্যান্ডের পক্ষ থেকে ভারতের বাজারে OPPO F25 Pro 5G পেশ করা হয়েছে। ভারতের বাজারে এই সস্তা ফোনে 6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে, 8GB র্যাম, 64MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি, IP65 রেটিং এবং অন্যান্য বেশ কিছু সুন্দর ফিচার সহ পাওয়া যাবে। এই পোস্টে OPPO F25 Pro 5G ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে আলোচনা করা হল।
OPPO F25 Pro 5G এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: OPPO F25 Pro 5G ফোনে 6.7 ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশরেট, 2412 x 1080 পিক্সেল রেজোলিউশন, 240Hz টাচ স্যাম্পলিং রেট, 1100 নিট পিক ব্রাইটনেস, 93.4% স্ক্রিন-টু-বডি রেশিও এবং 394 PPI পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে।
প্রসেসর: OPPO F25 Pro 5G ফোনে 2.6GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7050 চিপসেট ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য ARM Mali G68 MC4 GPU দেওয়া হয়েছে।
স্টোরেজ: OPPO F25 Pro 5G-তে ডেটা স্টোর করার জন্য 8GB LPDDR4X RAM এবং 256GB পর্যন্ত UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ডিভাইসে এক্সটেন্ডেড 8GB RAM এবং স্টোরেজ বাড়ানোর জন্য মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে যার মাধ্যমে ফোনের স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো যায়।
ক্যামেরা: OPPO F25 Pro 5G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 64MP OV64B প্রাইমারি, 8MP Sony IMX355 আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো সেন্সর যোগ করা হয়েছে। এর পাশাপাশি সেলফি এবং ভিডিও কলিং এর জন্য 32MP ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: OPPO F25 Pro 5G ফোনে 67W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি রয়েছে।
অপারেটিং সিস্টেম: OPPO F25 Pro 5G ফোনটি Android 14 এবং Color OS 14 সহ পেশ রা হয়েছে।
অন্যান্য: ডিভাইসটিতে ধুলো এবং জল থেকে সুরক্ষিত রাখার জন্য IP65 রেটিং রয়েছে। এর সঙ্গে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ফিচার এবং অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচার রয়েছে।
OPPO F25 Pro 5G এর দাম এবং সেল
ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে 23,999 টাকা। একইভাবে ডিভাইসের 8GB RAM + 256GB ভেরিয়েন্টের দাম 30,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি লাভা রেড ও অশিয়ান ব্লু কালার সেল করা হবে।
আজ অর্থাৎ 29 ফেব্রুয়ারি থেকে এই ফোনের প্রিবুকিং শুরু হয়েছে। লঞ্চ অফার হিসেবে এসবিআই এবং আইসিআইসিআই ব্যাংক কার্ড দিয়ে ফোন কিনলে 2,000 টাকা ডিসকাউন্ট প্রদান করা হবে।