বাজার কাঁপাতে আসছে নকিয়া ম্যাজিক ম্যাক্স

সারাবিশ্বে মোবাইলের বাজারে এক সময় রাজত্ব করা প্রতিষ্ঠানটি নিজেদের ‘ভুল সিদ্ধান্তে’ হারিয়ে যায় নকিয়া। কিন্তু এখন আবার ঘুরে দাঁড়ানোর জন্য রীতিমত হুংকার দিচ্ছে এই কোম্পানী।

জায়ান্ট মোবাইল নির্মাতাপ্রতিষ্ঠানটি তেমন কিছুই করতে যাচ্ছে। বাজারে আসতে চলেছে নকিয়া ম্যাজিক ম্যাক্স, যা আইফোনের জনপ্রিয়তাকেও ছাড়িয়ে যাবে বলে দাবি করছেন অনেকেই।

সম্প্রতি বার্সেলোনায় ‘এমডাব্লিউসি ২০২৩’ সম্মেলনে দুইটি ফোনের ঘোষণা দেয় নকিয়া। একটি নকিয়া ম্যাজিক ম্যাক্স এবং অন্যটি নকিয়া সি৯৯।

স্মার্টফোনটিতে দেওয়া হচ্ছে ৬.৯ ইঞ্চির সুপার অ্যামোলেড ফুল টাচস্ক্রিন ডিসপ্লে। রিফ্রেশ রেট ১২০ হার্জ। ডিসপ্লে সুরক্ষায় রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৭।

মোবাইলটিতে স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ৮ গিগাবাইট (জিবি), ১২ জিবি এবং ১৬ জিবি র‍্যাম রয়েছে। এর সঙ্গে স্টোরেজ দেওয়া হয়েছে ২৫৬ জিবি বা ৫১২ জিবি।

অপারেটিং সিস্টেম হিসেবে মিলবে অ্যানড্রয়েড ১৩। পেছনে রয়েছে আইফোনের মত ট্রিপল ক্যামেরা। এর প্রাইমারি সেন্সর ১৪৪ মেগাপিক্সেল।

সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে ১৬ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সামনে দেওয়া হয়েছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা।

ডুয়েল সিম ব্যবহার করা যাবে। মোবাইলটিতে ৬ হাজার ৫০০০ এমএএইচ এর একটি শক্তিশালী ব্যাটারি থাকছে।

নকিয়া ম্যাজিক ম্যাক্স ফোনের দাম হবে ৪০ হাজার রুপির আশেপাশে হবে বলে ধারনা করা হচ্ছে।